• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলকির জীবনে নতুন ঝড়! ফিরে এল রোহিতের প্রথম স্ত্রী শালিনী, প্রকাশ্যে মহাধামাকা প্রোমো

Published on:

Zee Bangla Phulki serial Shalini is back new promo is out now

খুব বেশিদিন হয়নি জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘ফুলকি’র (Phulki) পথচলা শুরু হয়েছে। বক্সিং নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল (Bengali Serial) খুব কম সময়ের মধ্যেই দর্শকমন জয় করে ফেলেছে। বিশেষত নায়ক-নায়িকা রোহিত-ফুলকির দুষ্টুমিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন সকলে। কিন্তু এবার সেই জুটিতেই ভাঙন ধরতে চলেছে!

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, রোহিতের (Rohit) একটা অতীত আছে। তার আগে একটা সম্পর্ক ছিল। প্রথম স্ত্রী শালিনীকে (Shalini) এখনও পুরোপুরি ভুলে উঠতে পারেনি সে। যদিও ফুলকির সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আস্তে আস্তে নিজের অতীত ভুলতে শুরু করেছিল রোহিত। নিজের অজান্তেই একটু একটু করে ফুলকির কাছে চলে আসছিল সে। ঠিক সেই সময়েই ফের রোহিতের জীবনে ফিরে এল শালিনী।

Phulki, Phulki serial Rohit and Shalini

অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শালিনীর এন্ট্রির গুঞ্জন শোনা যাচ্ছিল। এও জানা গিয়েছিল, রোহিতের প্রাক্তন স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী শার্লি মোদককে (Sharly Modak)। ঠিক তেমনটাই হল। ‘ফুলকি’র নতুন প্রোমোতেই (Promo) দেখা গেল, ফিরে এসেছে শালিনী।

আরও পড়ুনঃ সূর্য অতীত, দর্শকদের মন জিততে জুটি বাঁধছে দীপা-স্বয়ম্ভূ! ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া

জি বাংলার তরফ থেকে শেয়ার করে হাতেগরম প্রোমোয় দেখা গিয়েছে, রোহিতের জন্মদিনে নিজের হাতে তাকে পায়েস খাইয়ে দিতে যায় ফুলকি। ঠিক সেই সময়ই কেক হাতে পার্টিতে এন্ট্রি নেয় শালিনী। এরপর জিজ্ঞেস করে, ‘আমার আনা কেক না খেয়েই জন্মদিন সেলিব্রেট করবে রোহিত?’ প্রাক্তন স্ত্রীকে দেখে ফুলকির দেওয়া পায়েস না খেয়েই রোহিত ছুটে যায়।

Phulki, Phulki serial, Phulki serial promo

আরও পড়ুনঃ শ্বশুরবাড়িতে শতদ্রুর সাথে নোংরামির অভিযোগ! ফাঁস শিমুল-পলাশের তুলকালাম পর্ব

https://youtu.be/IapD6FEarRI

এদিকে শালিনী ফিরে আসায় ভেতর থেকে জ্বলে-পুড়ে যাচ্ছে ফুলকি। সে ঘরে এসে রাগের মাথায় নিজেকে প্রশ্ন করে, ‘শালিনী এমন কী পারে যেটা আমি পারি না? বক্সিং?’ একথা বলেই সে ঝুলতে থাকা পাঞ্চিং ব্যাগে একটা ঘুসি মারে। সেই পাঞ্চিং ব্যাগ গিয়ে লাগে রোহিতের মুখে। নতুন এই প্রোমো দেখেই পরিষ্কার শালিনীর এন্ট্রিতে বদলে যেতে চলেছে রোহিত-ফুলকির সম্পর্কের সমীকরণ। ‘সতীন’র হাত থেকে ফুলকি নিজের স্বামীকে কীভাবে বাঁচায় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥