• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্বশুরবাড়িতে শতদ্রুর সাথে নোংরামির অভিযোগ! ফাঁস শিমুল-পলাশের তুলকালাম পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। সিরিয়ালের (Bengali Serial) নায়িকা শিমুল যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে তা দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। স্বামী, শাশুড়ি, দেওরের অত্যাচার মুখে বুজে সহ্য করা নয়, বরং সঠিকভাবে তাদের শায়েস্তাও করে সে। সম্প্রতি যেমন স্বামীর অসভ্যতার সীমা অতিক্রান্ত হতেই হাতে অস্ত্র তুলে নিয়েছিল শিমুল।

‘কার কাছে কই মনের কথা’ যারা রোজ দেখেন তাঁরা জানেন, শিমুলের (Shimul) বিয়ের আগে একটি সম্পর্ক ছিল। মনে প্রাণে সে শতদ্রুকেই (Shatadru) জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। শতদ্রুও তাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু বিয়ের জন্য সে শিমুলের কাছে পাঁচ বছর সময় চায়। যা দিতে পারেনি শিমুল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পরাগের (Parag) সঙ্গে সাত পাক ঘুরতে হয় তাকে।

   

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Shatadru

সম্প্রতি শিমুলের কুচুটে দেওর পলাশ (Palash) বাড়ির সবার সামনে শিমুলের প্রাক্তন প্রেমিকের কথা ফাঁস করে দেয়। যা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধায় পরাগ। এমনকি শিমুলের গায়ে হাত অবধি তোলে সে। এবার ফের পলাশের নতুন ষড়যন্ত্রে বিপদে পড়তে চলেছে শিমুল।

আরও পড়ুনঃ বিয়ের পর বন্ধ পড়াশোনা, দিতে হবে ঘোমটা! রানীর হবু শাশুড়ির শর্ত শুনেই ক্ষোভে ফুঁসছে দর্শকরা

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Palash

আরও পড়ুনঃ সূর্য অতীত, দর্শকদের মন জিততে জুটি বাঁধছে দীপা-স্বয়ম্ভূ! ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘কার কাছে কই মনের কথা’র নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বোনের বিয়ের নিমন্ত্রণ করতে শিমুলের শ্বশুরবাড়ি এসেছে তার প্রাক্তন প্রেমিক শতদ্রু। সেই সময় বাড়িতে কেউ ছিল না। শতদ্রুকে বাড়িতে ঢুকতে দেখে দূর থেকে দাঁড়িয়ে পলাশ বলে, ‘আজ একেবারে মোক্ষম চাল চেলেছি। বাড়িতে কেউ নেই, আর সেই সময় এসেছে বৌদির প্রাক্তন প্রেমিক’।

এরপর দেখা যায়, শতদ্রু প্রথমবার শ্বশুরবাড়ি আসায় তাকে মিষ্টি খেতে দেয় শিমুল। নিজে হাতে চামচ করে যখন তাকে খাওয়াতে যাবে ঠিক তখনই বাড়িতে ঢোকে পরাগ, পলাশ আর প্রতীক্ষা। পলাশ সরাসরি শিমুলকে বলে, ‘নির্লজ্জ বেহায়া মেয়েছেলে। প্রেমিককে ডেকে লীলা শুরু করেছো’।

দেওরের মুখে এমন নোংরা কথা শুনে রুখে দাঁড়ায় শিমুল। সে স্পষ্ট বলে, ‘আমাকে আর আমার বন্ধুকে যদি আর একবার অপমানিত হতে হয় আমি এর শেষ দেখে ছাড়বো’। পলাশের এই চক্রান্তে শিমুলের জীবনে নতুন কোন ঝড় উঠবে? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।