• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য অতীত, দর্শকদের মন জিততে জুটি বাঁধছে দীপা-স্বয়ম্ভূ! ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Anurager Chhowa actress Swastika Ghosh pairs up with Jagaddhatri actor Soumyadeep Mukherjee

Deepa Swayambhu New Pair : প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার জন্য টিআরপি তালিকায় জোর টক্কর চলে ‘অনুরাগের ছোঁয়া’  (Anurager Chhowa) এবং ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri)। কোনও সপ্তাহে দেখা যায় শীর্ষস্থান দখল করেছে স্টার জলসার (Star Jalsha) দীপা, কখনও আবার বাজিমাত করে জি বাংলার (Zee Bangla) জ্যাস। তবে টিআরপি তালিকায় যতই লড়াই চলুক না কেন, বাস্তবে কিন্তু দুই ধারাবাহিকের কলাকুশলীদের মধ্যে কোনও প্রতিযোগিতা অথবা অশান্তির সম্পর্ক নেই।

বরং ‘জগদ্ধাত্রী’ এবং ‘অনুরাগের ছোঁয়া’ তারকাদের মধ্যে রয়েছে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি যেমন সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই একটি নিদর্শন পাওয়া গিয়েছে। জি বাংলার ‘জগদ্ধাত্রী’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee) এবং অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অপরদিকে ‘অনুরাগের ছোঁয়া’য় নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষকে (Swastika Ghosh)

Swastika Ghosh and Soumyadeep Mukherjee, Swayambhu and Deepa

জ্যাস-স্বয়ম্ভূ এবং সূর্য-দীপা, দুই জুটিই দর্শকদের ভীষণ পছন্দের। কিন্তু এবার সূর্য-জগদ্ধাত্রীকে ছেড়ে জুটি হিসেবে দেখা গেল দীপা-স্বয়ম্ভূকে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি ব্যাপক ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, স্বয়ম্ভূ (Swayambhu) পাশে জগদ্ধাত্রী নেই, বরং রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র দীপা (Deepa)

আরও পড়ুনঃ বাপুজি কেক, মোমবাতি দিয়ে জন্মদিন! অরিজিৎ সিংয়ের গোপন কাহিনী জানালেন ‘শ্রীকান্ত’ অভিনেতা

সৌম্যদীপ-স্বস্তিকার এই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। কোন প্রোজেক্টে তাঁদের একসঙ্গে দেখা যাবে উঁকি দিতে থাকে সেই প্রশ্নও। অবশেষে জানা যায়, একটি পুজো স্পেশ্যাল ফটোশ্যুটের জন্য জুটি বেঁধেছেন পর্দায় স্বয়ম্ভূ এবং দীপা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের পায়জামা-পাঞ্জাবি পরেছেন সৌম্যদীপ। তাঁর হাতায় রয়েছে রঙ বেরঙের কাপড়ের কাজ। সেই একই রঙ বেরঙের শাড়ি পরেছেন স্বস্তিকা।

আরও পড়ুনঃ অতীত ভুলে দেবলীনার সঙ্গে নতুন শুরু! বিয়ের ছবিতে তুলকালাম হতেই মুখ খুললেন ভাস্বর চট্টোপাধ্যায়

Swastika Ghosh and Soumyadeep Mukherjee, Swayambhu and Deepa

সিরিয়ালের থেকে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন দু’জনে। দীপা-স্বয়ম্ভূর এই নতুন জুটি নেটিজেনদেরও বেশ পছন্দ হয়েছে। এতদিন স্বয়ম্ভূর পাশে জগদ্ধাত্রী এবং দীপার পাশে সূর্যকে দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু এবার সৌম্যদীপ-স্বস্তিকাকে পাশাপাশি দেখে অনেকেই বলছেন আগামী দিনে কোনও সিরিয়ালে যদি এই দুই তারকাকে নায়ক-নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হবে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥