জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের (Serial) মধ্যে অন্যতম একটি হল ‘ফুলকি’ (Phulki)। মিঠাই শেষ হওয়ার পর রোহিত-ফুলকি জুটি বেশ মনে ধরেছে দর্শকদের। একদিকে রোহিত যেমন গম্ভীর স্বভাবের তেমনি ফুলকি পুরোপুরি উল্টো। গল্পে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে দিব্যানি মন্ডল ও নায়ক হিসাবে দেখা যাচ্ছে অভিষেক বসুকে।
যারা নিয়মিত দর্শক তারা জানেন, রুদ্রর কথায় ফুলকিকে আবারও ভুল বুঝতে শুরু করেছে রোহিত। এদিকে শালিনীও উঠে পরে লেগেছে কিভাবে ফুলকিকে রোহিতের জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলা যায় সেটার ব্যবস্থা করতে। এসবের মাঝেই রোহিত এক চরম সত্যির মুখোমুখি। সে জানতে পেরেছে যে ফুলকির মা-বাবা তাঁর আসল শশুর-শ্বাশুড়ি নয়।
রোহিতকে রুদ্র বলে যে ফুলকি আসলে এক গুন্ডা বিরু বাদশার সন্তান। এদিকে আসল সত্যিটা একেবারেই উল্টো, ফুলকি নয় রুদ্রই কুখ্যাত বিরু বাদশার ছেলে। সবাই মিলে এখন রোহিতের মাথায় ঢুকিয়েছে যে ফুলকি তাঁর পরিবারের ক্ষতি করার জন্যই এসেছে। এসব বলেই শালিনী রোহিতকে বিয়ে করে নিতে চেয়েছিল।
আরও পড়ুনঃ জনপ্রিয় এই অভিনেত্রীর বোন ‘বধূয়া’ সিরিয়ালের নায়িকা ‘পেখম’! জেনে নিন নায়িকার আসল পরিচয়
কিন্তু এই ভুল মুহূর্তের মধ্যেই ভেঙে যায়। কারণ যখন বিয়ের করতে গিয়ে সামনে সাপ চলে আসে তখন শালিনী পালিয়ে যায়। এমন সময় স্যারকে বাঁচাতে ফুলকি এগিয়ে এসে সাপের ছোবল খায় নিজের হাতে। কিন্তু এতকিছুর পরেও রোহিতের মনে অবিশ্বাসই রয়ে গিয়েছে। এমনই এক চমকে দেওয়া প্রোমো প্রকাশ্যে এসেছে।
View this post on Instagram
সম্প্রতি জি বাংলার পেজে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রোহিত বলছে, ‘আমার আর আমার পরিবারের ক্ষতি করতে চাও তো, শুট মি। মেরে ফেলো আমায়, আমি বারবার ঠকতে পারবো না’। এরপর ফুলকির হাতে বন্ধুক দিতেই অবাক হয়ে যায় সে। তারপরেই ঘটে অদ্ভুত কান্ড। যেখানে দাঁড়িয়েছিল রোহিত সেটা ভেঙে যায় আর নিচে পড়ে যায় সে।
আরও পড়ুনঃ ‘প্রতীক্ষা আমার প্রেমিকা ছিল’, বোমা ফাটালো পুতুলের স্যার! ফাঁস পলাশের মাথায় বাজ ফেলা পর্ব
এমন একটা প্রোমো কি আর ভাইরাল না হয়ে থাকে। নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। আর এটা দেখার পর হাসি থামা দায় নেটিজেনদের। কেউ বলছেন, ‘কখনো হড়পা বান কখন ধস আর কিছু দেখাও ????আন্টকটিকার তুষারঝড় টাও দেখাও’। তো কারোর মতে, ‘এসব কি দেখান আপনারা?’ এমন একাধিক মন্তব্যে ভরে গিয়েছে ভিডিওর কমেন্ট বক্স।