• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয় এই অভিনেত্রীর বোন ‘বধূয়া’ সিরিয়ালের নায়িকা ‘পেখম’! জেনে নিন নায়িকার আসল পরিচয়

Published on:

বধূয়া অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু, Badhua Actress Jyotirmoyee Kundu Relationship Rumours with Soumitrisha Kundu

আর কিছুদিনের অপেক্ষা তারপরেই ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল ‘বধুঁয়া’‌ (Badhua)। যেখানে রিজওয়ান রাব্বানী শেখের (Rezwan Rabbani Seikh) সাথে জুটি বাঁধতে দেখা যাবে এক নবাগত অভিনেত্রীকে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে নতুন নায়িকা পেখম চরিত্রে থাকছেন জ্যোতির্ময়ী কুন্ডু (Jyotirmoyee Kundu)

ষ্টার জলসার বধুঁয়া সিরিয়ালের গল্প

ষ্টার জলসার পক্ষ থেকে যে প্রোমো রিলিজ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ঘরোয়া এক সাধারণ মানুষ নায়ক। নায়িকাও প্রায় একই রকমের ঘরোয়া। তবে দুজোনের মনের মাঝে অনেকটাই পার্থক্য। নায়িকা পেখমের মনে কিছু চাপা কষ্ট বা দুঃখ রয়েছে যেটা সে কাউকেই বলতে পারে না। এমনকি বিয়ের পর স্বামীকেও না। বিয়ে হওয়ার পর নায়ক-নায়িকা হানিমুনে যায় ঠিকই, কিন্তু সেখানেও চোখে জল পেখমের। তবে ঠিক কেন কাঁদছে সেটা স্পষ্ট জানা যায়নি।

ষ্টার জলসার সিরিয়াল বধুঁয়া , Star Jalsha Serial Badhua

শুরুতেই নাম পাল্টে যায় বধুঁয়া সিরিয়ালের

অনেকেই হয়তো জানেন না, সিরিয়ালের নাম প্রথমে বধুঁয়া নয় বরং ‘বোধন’ রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটা পাল্টে বধুঁয়া করে দেওয়া হয়। ‘নবাব নন্দিনী’ শেষ হওয়ার পর থেকেই দর্শকেরা অপেক্ষায় ছিলেন কবে আবার কামব্যাক করবেন রিজওয়ান রাব্বানী শেখ। তাই নতুন এই মেগার প্রোমো আসতেই খুশি ভক্তরা। একই সাথে জ্যোতির্ময়ী কুন্ডু কেমন অভিনয় করবেন সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

আরও পড়ুনঃ কালরাত্রিতে গোবরদেবীর পদসেবায় মত্ত AV! বাঁধাকপিতে মুখ লুকোলো ‘কথা’, ফাঁস দমফাটা হাসির পর্ব

বলিউডের সিনেমা থেকে কপি করা হয়েছে বধুঁয়া এর গল্প?

নেটপাড়ায় সিরিয়াল নিয়ে সর্বদাই চর্চা লেগে রয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে এক সিনেমার গল্প থেকেই নাকি তৈরী হয়েছে সিরিয়ালের কাহিনী। কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত বলিউডের জনপিয় ছবি ‘সত্য প্রেম কি কথা’ এর স্টোরির সাথে নাকি বেশ মিল রয়েছে গল্পের। এমনটাই ধারণা নেটিজেনদের একাংশের। যদিও এর সত্যতা সিরিয়াল শুরু হওয়ার পরেই জানা যাবে।

বাধা সিরিয়াল আবির পেখম : Star Jalsha Badhua Serial Abir Pekhom

এই প্রসঙ্গে রিজওয়ানকে জিজ্ঞাসা করা হলে অভিনেতা বলেন, ‘বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়াতে ওপেনলি নিজেদের মত প্রকাশ করতেই পারেন। তাছাড়া ফেক অ্যাকাউন্ট থেকেও অনেক মন্তব্যাসে। মানুষ আজকাল বড্ড জাজমেন্টাল হয়ে যায়। বড্ড বেশি বুজে ফেলে আগে থেকেই… আমি অন্তন্য এতটা বুদ্ধিমান নই! কারোর যদি মনে হয় সেটা তার ব্যক্তিগত মত। আমি বলতে পারবো না’।

আরও পড়ুনঃ ‘প্রতীক্ষা আমার প্রেমিকা ছিল’, বোমা ফাটালো পুতুলের স্যার! ফাঁস পলাশের মাথায় বাজ ফেলা পর্ব

কোন টেলি অভিনেত্রীর সাথে সম্পর্ক রয়েছে পেখমের?

Bengali Serial Badhua Pekhom Actress Jyotirmoye Kundu

গল্পে নায়িকা পেখমের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুডুকে। তবে ইতিমধ্যেই নায়িকার সাথেও এক জনপ্রিয় অভিনেত্রীর মিল খুঁজে বের করেছে নেটিজেনরা। কে সেই অভিনেত্রী? আসলে অনেকের ধারণা সৌমিতৃষা কুন্ডুর সাথে সম্পর্ক রয়েছে জ্যোতির্ময়ীর। কারণ দুজনের নামের পদবী একই, যদিও বাস্তবে দুজনের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্কই নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥