• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শালিনী নয় রোহিতকে বাঁচাতে সাপের ছোবল খেল ফুলকি! টিভির আগেই ফাঁস টানটান উত্তেজনার পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ফুলকি (Phulki)। যেখানে নায়িকা ফুলকির চরিত্রে দেখা যাচ্ছে দিব্যানি মন্ডলকে। অন্যদিকে নায়ক রোহিত হিসাবে দেখা যাচ্ছে অভিষেক বসুকে। শুরুতে বক্সিংয়ের কাহিনী দেখানো হবে মনে হলেও আদতে ভালোবাসার কাহিনীতে পরিণত হয়েছে। রোহিত-ফুলকির দুস্টু মিষ্টি জুটি বেশ পছন্দ হয়ে গিয়েছে দর্শকদের।

বাড়িয়ে থেকে দেখে বাচ্চা আর দুস্টু মনে হলেও আসলে বেশ বুদ্ধিমতী ফুলকি। যে কোনো বিপদে ঝাঁপিয়ে পরে, আর ঠিক সেটার থেকে উদ্ধারও পেয়ে যায়। এই স্বভাবের জন্যই সুপারস্টোর থেকে বাড়ি সকলের কাছে খুব প্রিয় সে। কিন্তু কাহিনীতে শত্রুর অভাব নেই ফুলকির। রোহিত স্যারের সাথে বিয়ে হলেও প্রাক্তন স্ত্রী শালিনী এসে জুটেছে দুজনের মাঝে। বর্তমানে শালিনীর উদ্দেশ্য ফুলকি ও রোহিতকে আলাদা করা।

   

Phulki Serial New Promo

নিজের স্বার্থসিদ্ধির জন্য ফুলকি মারার চেষ্টা পর্যন্ত করে ফেলেছে শালিনী। এদিকে ফুলকির সাথে দ্বিতীয়বার বিয়ে করলেও সেটা মন থেকে মেনে নেয়নি রোহিত। আজ প্রথম স্ত্রীর প্রতি দুর্বল সে। এই সুযোগ নিয়েই ফুলকিকে সরিয়ে আবারও রোহিতকে পুনরায় বিয়ে করতে মরিয়া শালিনী। এসবের মাঝেই নতুন টুইস্টের এক ধামাকাদার প্রোমো প্রকাশ হয়েছে চ্যানেলের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ রুচিরাকে খুঁজে পেয়েও নতুন বিপদ! তার কাটতেই অ্যাকশন দেখালো পর্ণা, ফাঁস ধামাকাদার পর্ব

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, মা কালির সামনে দাঁড়িয়ে রোহিতকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে শালিনী। সে বলছে, ফুলকি আসলে ভালো চায় না রায়চৌধুরী বাড়ি আর রোহিতের ক্ষতি চায়। এরপর সিঁদুরের কৌটো হাতে নিয়ে রোহিতকে বলে তাকে যেন আবারও সিঁদুর দিয়ে স্ত্রী বানিয়ে নেয়। কিন্তু এমন সময়েই ফুলকি হাজির হয় সেখানে, আর প্রার্থনা করে এমন অঘটন যেন না হয়।

আরও পড়ুনঃ ‘মুক্তি দিয়েছে না মেরে দিয়েছে?’, প্রেমিকের সাথে থাকার বর্ষপূর্তিতে বিস্ফোরক অহনা’র মা চাঁদনী

এই সময় দেখ যায় গাছের ওপর থেকে এক বিষধর সাপ ঝুলছে। সাপ দেখে ভয়ে চিৎকার করতেই হাত থেকে সিঁদুরের কৌটো পরে যায়। রোহিতকে ছোবল মারতে যায় সাপটি। কিন্তু তখনই স্যারকে বাঁচাতে হাজির হয় ফুলকি। রোহিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই ফুলকির হাতে ছোবল মারে সাপ। বুঝতে বাকি থাকে না, ক্ষতি নয় সকলের ভালো চায় ফুলকি। এখন আগামী দিনে কি হতে চলেছে সেটাই দেখার।