• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুচিরাকে খুঁজে পেয়েও নতুন বিপদ! তার কাটতেই অ্যাকশন দেখালো পর্ণা, ফাঁস ধামাকাদার পর্ব

Published on:

নিম ফুলের মধু : Neem Phooler Madhu Parna Finally Finds Ruchira

জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu) সিরিয়ালের জবাব নেই! দর্শক তো বটেই টার্গেট রেটিং পয়েন্টের তালিকাও এমনটাই বলছে। বছরের শেষে সবাইকে ক্লিন বোল্ড করে ছক্কা হাকিয়েছে সৃজন-পর্ণা জুটি। পর্ণা চরিত্রে পল্লবী শর্মা থেকে সৃজন হিসাবে রুবেল দাসের দুর্দান্ত অভিনয় দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সকলে।

যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন রুচির খুনের দায়ে ফাঁসানো হয়েছে পর্ণাকে। এর জন্য দায়ী ঈশা। বৌকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রতিজ্ঞা করেছে সৃজন। কোর্ট জামিন খারিজ করে আরও ৭ দিনের পুলিশি হেফাজত দিতেই পর্ণাকে নিয়ে ভেগেছে সে। দুজনে মিলে আসল অপরাধীর খোঁজে বেরিয়েছে। এদিকে রুচিরা আসলে মারা যায়নি, গুলি লেগে নদীতে পরে গিয়েছিল ঠিকই, তবে তাকে উদ্ধার করেছেন এক গ্রামবাসী।

নিম ফুলের মধু আজকের পর্ব : Neem Phooler Madhu Srijan Flees Parna from Court yard

একদিকে যেমন পর্ণা খোঁজ চালাচ্ছে তেমনি মন্ত্রীর ছেলে রনিও লোক লাগিয়েছে রুচিরাকে খুঁজে বের করার জন্য। ইতিমধ্যেই গ্রাম এসে পৌঁছেছে পর্ণা। সেখানে দেখা যাচ্ছে, কিছু তোলাবাজ গুন্ডারা গ্রামবাসীদের ওপর অত্যাচার শুরু করেছে। এমনকি এক বৃদ্ধের গায়ে হাত তুলতে যায় দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই তখন রুখে দাঁড়িয়েছে পর্ণা।

আরও পড়ুনঃ বিয়ে করছে ‘উচ্ছেবাবু’ আদৃত! ভাইরাল গুঞ্জন বিয়ে অবশেষে মুখ খুললেন কৌশাম্বী চক্রবর্তী

পর্ণাকে এমন প্রতিবাদ করতে দেখেই রুচিরাকে আশ্রয় দেওয়া মাঝির কিছু কথা মনে পরে যায়। সে শুনেছিল পর্ণাকে দেখলেই চেনা যাবে, ও নিজেই আলো। তারপর পর্ণার কাছে আসে স্বস্থির খবর যে রুচিরা বেঁচে আছে ও মাঝির বাড়িতে সুস্থ আছে। কিন্তু সমস্যা হল এই সমস্ত কথা রনির পাঠানো গুন্ডারাও শুনে ফেলে।

Neem Phooler Madhu Parna finally finds Ruchira in Village

যতক্ষণে পর্ণা রুচিরার কাছে পৌঁছায় তখন দেখে রনি আগে থেকেই রুচিরাকে বন্ধুকে তাকে করে রয়েছে। তারপর চিৎকার করে জানায় সেই ফাসিয়েছিল পর্ণাকে। তবে সেবার বেঁচে গেছিল এবার সত্যিই খুন করে দেবে। কিন্তু আচমকাই পুরো খেলা ঘুরে যায়। রনিকে থাপ্পড় মেরে হাত থেকে বন্ধুকে নিয়ে তাঁর দিকেই বন্ধুক ধরে পর্ণা।

আরও পড়ুনঃ আর ফিরবো না কোনোদিন, শতদ্রুর সাথে সম্পর্ক ছিন্ন করল শিমুল! ফাঁস আজকের চোখে জল আনা পর্ব

বোঝাই যাচ্ছে রুচিরাকে উদ্ধার করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে পর্ণা। একেরপর এক এমন ধামাকাদার পর্ব দেখিয়ে আবারও যে টিআরপি টপার হয়ে যেতেই পারে সে ব্যাপারে বেশ নিশ্চিত হওয়া যাচ্ছে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার বছরের প্রথম টার্গেট রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ্যে আসর কথা থাকলেও সেটা হয়নি। আগামীকালই জানা যাবে নতুন বছরের প্রথম সেরা সিরিয়াল হবে কে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥