• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলকি আসতেই জমজমাট দাদাগিরি! দিব্যানির সাথে কোন গানে কোমর দোলালেন সৌরভ? দেখুন ভিডিও

Published on:

Zee Bangla,Phulki,Dadagiri,Dibyani Mondal,Sourav Ganguly,জি বাংলা,ফুলকি,দাদাগিরি,দিব্যানি মন্ডল,সৌরভ গাঙ্গুলী

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি সিরিয়াল হল ফুলকি (Phulki)। সন্ধ্যে নামলেই ফুলকি-রোহিত জুটিকে দেখার জন্য টেলিভিশনের সামনে হাজির হয়ে যান দর্শকেরা। এদিকে ধারাবাহিক বাদে রিয়েলিটি শো দেখতেও বেশ ভালোলাগে সকলের। বিশেষ করে সেটা হয় হয় সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সঞ্চালিত ‘দাদাগিরি’ (Dadagiri)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো আসেই মাঝে মধ্যে টেলি তারকাদেরও হাজির হতে দেখা যায়।

সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল ফুলকি সিরিয়ালের গোটা টিম। যেখানে অভিনেত্রী দিব্যানি মন্ডলও (Divyani Mondal) ও অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। এদিন খেলার পাশাপাশি সকলের সম্পর্কে প্রচুর কিছু জানা গেছে আর জমিয়ে মজা করা হয়েছে। ‘ফুলকি’ জানান যে তার পছন্দের বলি অভিনেত্রী আলিয়া ভাট।

Phulki Serial Actress Dibyani Mondal Dance with Sourav Ganguly

মুর্শিদাবাদের মেয়ে দিব্যানি। ফুলকি সিরিয়াল দিয়েই শুরু হয়েছে তাঁর অভিনয়ের যাত্রা। এদিন খেলার মাঝেই সৌরভ গাঙ্গুলীর সাথে আলিয়া ভাটের ‘ঝুমকা’ গানে নাচে মেতে উঠেছিলেন অভিনেত্রী। সৌরভও তালে তাল দিয়ে স্টেপ নকল করার চেষ্টা করেছেন। দাদার সাথে এমন একখান গানে নাচ সত্যিই দেখার মত ছিল। ইতিমধ্যেই এই পর্বের একটুকরো ঝলক শেয়ার করা হয়েছে চ্যানেলের সোশ্যাল মিডিয়াতে। যেটা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছি।

আরও পড়ুনঃ খড়ি অতীত! জনপ্রিয় এই নায়িকার সাথে নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন গৌরব চ্যাটার্জী

নাচ ছাড়াও আরও চমক ছিল এদিনের পর্বে। জানা যায় দিব্যানি নিজের সাথে দুই প্রিয় বন্ধুকেও নিয়ে এসেছিল। কে তারা? তারা হলেন কাঠের রাধা-কৃষ্ণ। কেন রাধা-কৃষ্ণ সাথে নিয়ে ঘোরেন অভিনেত্রী? এর উত্তরে দিব্যানি নিজেই জানান, আসলে স্কুল ও কলেজে পড়াকালীন স্পোর্টস নিয়েই বেশি সময় কাটত তাঁর। সেই কারণে খুব বেশি বন্ধু হয়ে ওঠেনি।

আরও পড়ুনঃ কেন গোডাউনে আগুন লাগালি ঈশা? তার কাটতেই রনংদেহী রূপে পর্ণা, ফাঁস তোলপাড় করা আগাম পর্ব

বাড়িতে বাবা-মা আর ভাই ছিল দিব্যানির কাছে সবকিছু। তবে বন্ধু বলতে রাধা ও কৃষ্ণের এই বিগ্রহ তাঁর আস্থে সর্বদাই থাকে। দিব্যানি জানান, ‘আমার বাড়িতে পাঁচটা গোপাল একটা রাধা আছে। তাদের তো নিজের সাথে নিয়ে আসতে পারিনি কিন্তু এরা সব সময় আমার সঙ্গেই থাকে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥