• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খড়ি অতীত! জনপ্রিয় এই নায়িকার সাথে নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন গৌরব চ্যাটার্জী

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)। অবশ্য আরও রয়েছে, মহানায়ক উত্তম কুমারের নাতি তিনি। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল ষ্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। শুরু থেকেই ঋদ্ধিমান ও খড়ির কাহিনী বেশ মনে ধরেছিল দর্শকদের। তাই গাঁটছড়া শেষ হওয়ার পর অভিনেতার কামব্যাকের  জন্য অপেক্ষায়  দর্শকেরা। আর এবার জানা যাচ্ছে, নতুন সিরিয়ালে ফিরছেন অভিনেতা।

টলিউডের সিনেমা থেকেই সিরিয়াল উভয় জায়গাতেই দেখা গিয়েছে অভিনেতাকে। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাভিকে মধু মথুরামোহনের চরিত্রে গৌরবের অভিনয় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এরপর গাঁটছড়া সিরিয়ালে ঋদ্ধিমান সিংহ রায় হিসাবেও তাকে বেশ মানিয়েছিল। গাঁটছড়াতে সোলাঙ্কি রায়ের সাথে জুটি বেঁধেছিলেন তিনি। অবশ্য শেষের দিকে নায়িকা বদল হয়েছিল। তবে এবার নতুন মেগাতে নতুন নায়িকার সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা।

   

Gourab Chatterjee

যেমনটা জানা যাচ্ছে এক্রোপলিসের নতুন সিরিয়ালে কাজ করবেন তিনি। নায়িকা হিসাবে থাকছেন  ‘কন্যাদান’ এবং ‘নায়িকা নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেত্রী ঋতব্রতা দে (Ritabrata Dey)। তবে ষ্টার জলসার সাথে এই প্রথম কাজ করবেন তিনি। এবার নিশ্চই সকলের মনে প্রশ্ন জগতে শুরু করেছে আসন্ন মেগার নাম কি? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে মেলেনি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই সেই আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুনঃ কেন গোডাউনে আগুন লাগালি ঈশা? তার কাটতেই রনংদেহী রূপে পর্ণা, ফাঁস তোলপাড় করা আগাম পর্ব

Ritabrata Dey New Serial

বরাহনগরের মেয়ে অভিনেত্রী ঋতব্রতা। অনেকেই হয়তো জানেন না মাত্র আড়াই বছর বয়সে বাবাকে হারান তিনি। এরপর মায়ের কাছেই মানুষ হয়েছেন অভিনেত্রী। মায়ের ইচ্ছে থেকেই অভিনয়ের জগতে আসা। টেলি ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই পরিচিতি পেতে শুরু করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি  ‘নেতাজিনগর উইমেন্‌স কলেজ’ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনাও চলছে তার।

আরও পড়ুনঃ বাস্তবে পড়াশোনায় কেমন ছিল পর্দার ‘ডাক্তারবাবু’ সূর্য? ফাঁস অভিনেতা দিব্যজ্যোতি দত্তর স্কুলের রেজাল্ট

Ritabrata Dey New Serial Coming in Star Jalsha

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই নতুন সিরিয়াল নিয়ে গুঞ্জন চলছিল নেটপাড়ায়। জানা যাচ্ছিল কাস্টিং চলছে, এরই মাঝে জানা যায় কামব্যাক করতে চলেছেন গৌরব চ্যাটার্জী। এরপর জানা যায় সত্যিই এক্রোপলিসের হাত ধরে ষ্টার জলসার পর্দাতেই ফিরছেন তিনি। এখন অপেক্ষা নতুন সিরিয়ালের নাম ঘোষণা ও প্রোমো প্রকাশ্যে আসার।