• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন গোডাউনে আগুন লাগালি ঈশা? তার কাটতেই রনংদেহী রূপে পর্ণা, ফাঁস তোলপাড় করা আগাম পর্ব

Published on:

Neem Phooler Madhu Parna Directly Charges Isha Why she put fire in Godown

বাঙালি দর্শকদের পছন্দের সিরিয়ালের মধ্যে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) অন্যতম। জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত সৃজন-পর্ণার কাহিনী দেখার জন্য রীতিমত অপেক্ষা করেন সকলে। টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকাতেও এর প্রমাণ দেখা যায়, বিগত কয়েক সপ্তাহ টিআরপি তালিকাতে সেরা পাঁচের মধ্যেই থাকছে।

যারা নিয়মিত নিম ফুলের মধু দেখছেন তারা জানেন, মায়ের কথা শুনে পর্ণার ওপর নিজের পৌরষত্ব ফোলাচ্ছে ‘বাবুউউ’ সৃজন। কিন্তু এতে যে আদতে সে নিজেরই ক্ষতি করছে সেটা আর বুঝতে পারছে না। নতুন গোডাউনের ফায়ার ইন্সুরেন্স নেই, তাই পর্ণা বারণ করা সত্ত্বেও মালপত্র লোড করে পুজো করছে। এই খবর পেয়েই ঈশা গোডাউনে আগুন লাগানোর প্ল্যান করে ফেলেছে।

Neem Phooler Madhu Srijan Again Misunderstands Parna

পর্ণার মন আগে থেকেই কূ গাইতে শুরু করেছে, কিছু একটা গন্ডগোল যে হতে চলেছে সেটা আঁচ করে ছিল সে। জেলে থাকা মন্ত্রীর ছেলের সাথে হাত মিলিয়ে গোডাউনকে যতুগৃহ বানিয়ে দিয়েছে ঈশা। একদিকে লক্ষ লক্ষ টাকার লোন নিয়েছে, তারপর সব কিছু পুড়ে ছাই। এসবের পর একেবারেই ভেঙে পড়েছে।

আরও পড়ুনঃ বাস্তবে পড়াশোনায় কেমন ছিল পর্দার ‘ডাক্তারবাবু’ সূর্য? ফাঁস অভিনেতা দিব্যজ্যোতি দত্তর স্কুলের রেজাল্ট

দত্তবাড়ির এমন একটা ক্ষতি করার পিছনে কার হাত থাকতে পারে সেটা বুঝতে দেরি হয়নি পর্ণার। তাই আবারও তার কেটে গেছে পর্ণার, ঠিক করে নিয়েছে ইশাকে আর ছাড়লে চলবে না। তাই সোজা ইশার বাড়িতে চলে যাবে সে। এরপর কি হবে? তার একটুকরো ঝলক শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে একদিকে বাড়ির লোক পর্ণাকে খুঁজে চলেছে, অন্যদিকে সে ইশাকে সোজা চ্যালেঞ্জ করে এসেছে।

Neem Phooler Madhu Parna throws water in Isha's face

প্রোমোতে দেখা যাচ্ছে, ইশার মুখে জল ছুড়ে মেরে পর্ণা বলছে, ‘তুই আমাদের গোডাউনে আগুনটা কেন লাগলি?’ একথা শুনেই বাজ পড়েছে ইশার মাথায়। পর্ণা কিভাবে এত তাড়াতাড়ি সবটা জেনে গেল! এরপর বাড়ি ফিরতেই দেখা যায় বাবুউউর মা পর্ণাকেই গোডাউনে আগুন লাগানোর অপবাদ দিচ্ছে।

আরও পড়ুনঃ ছাত্রীর সাথে ফুলশয্যার আগেই মৃত্যুর মুখে পরাগ! জেলে যাবে শিমুল, ফাঁস তোলপাড় করা পর্বের ভিডিও

একেই মাথা গরম তারপর এসব উল্টোপাল্টা কথা শুনে আর চুপ থাকেনি পর্ণা। পাল্টা জবাবে সে বুঝিয়ে দিয়েছে একেঅপরকে দোষ না দিয়ে এখন সৃজনের পাশে দাঁড়ানোটা সবথেকে বেশি জরুরি। এবার অপেক্ষা কিভাবে ইশার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সত্যিটা সকলের সামনে আনে পর্ণা সেটা দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥