• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গ্রাম থেকে শহরে এসেই বাইজি বাড়ি! প্রকাশ্যে শ্বেতা-রণজয়ের নতুন সিরিয়ালের প্রথম প্রোমো

Published on:

Zee Bangla New Serial Kon Gopone Mon Bhesechhe starring Ronojoy Bishnu Sweta Bhattacharya first Promo

এই বছর জি বাংলায় (Zee Bangla) একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। সোমবার থেকেই সম্প্রচার শুরু হয়েছে দু’টি নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’ এবং ‘মিঠিঝোরা’র। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে আরও একটি নাম। বছর শেষের আগে আরও একটি নতুন মেগা নিয়ে হাজির হয়েছে জি বাংলা। সেই সিরিয়ালের (Bengali Serial) নাম ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)

আমরা আগেই জানিয়েছিলাম, স্টার জলসার হাত ছেড়ে এবার জি বাংলার পর্দায় হাজির হবেন ‘গুড্ডি’ অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। নায়িকা হিসেবে তুলে ধরেছিলাম শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) নাম। ১০০% মিলে গেল সেই খবর। সোমবার প্রকাশ্যে এল রণজয়-শ্বেতার আসন্ন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রোমো।

Kon Gopone Mon Bhesechhe serial promo

প্রায় দু’মিনিটের সেই ভিডিওয় (Promo) দেখা গিয়েছে, গ্রাম থেকে কোনও এক বিনোদকে খুঁজতে শহরে এসেছে নায়িকা (শ্বেতা)। ট্রেনে করার আসার সময়ই তার ব্যাগ চুরি যায়। এরপর কোনও মতে সে হাতিবাগান অবধি এসে পৌঁছয়। কারণ সে জানতো বিনোদ হাতিবাগানে থাকে।

আরও পড়ুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরমব্রত-পিয়া, রইল ‘পরমপিয়া’ জুটির বিয়ের এক্সক্লুসিভ ছবির অ্যালবাম

তবে কলকাতার মতো শহরে এসে এইটুকু তথ্য দিয়ে কোনও মানুষকে খোঁজা যে কতখানি কঠিন তা জানা ছিল না নায়িকার। সারাদিন ধরে খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে পড়ে সে। এরপর একটু খাবার নিয়ে সে যখন খেতে বসে তখন নামে বৃষ্টি। তাড়াতাড়ি একটি জায়গায় গিয়ে আশ্রয় নেয় সে। সেই সময়ই একটি লোক এসে তাকে জিজ্ঞেস করে, সে কি বিনোদকে খুঁজছে?

Kon Gopone Mon Bhesechhe serial promo

সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায় নায়িকা। সে জিজ্ঞেস করে, আপনি বিনোদকে চেনেন? জবাবে সেই লোকটি বলে, হ্যাঁ চিনি। চলুন আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি। একথা বলে সেই লোকটি নায়িকাকে বাইজি বাড়িতে নিয়ে যায়। কিন্তু বিপদের আঁচ পেয়ে নায়িকা সেখান থেকে পালায়। রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে ছোটার সময় তার ধাক্কা লাগে নায়কের (রণজয়) গাড়ির সঙ্গে।

আরও পড়ুনঃ কমলা চরিত্র জিতেছে সকলের মন, এবার বড় পর্দায় জিৎ-র মেয়ে! অভিনয়ের জার্নি নিয়ে অকপট অয়ন্যা

Kon Gopone Mon Bhesechhe serial promo

নায়ক তাকে জিজ্ঞেস করে, সে রাস্তা দিয়ে এভাবে কেন ছুটছে? পাশাপাশি নায়িকাকে নিজের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেয়। কিন্তু নায়িকা তাকেও খারাপ লোক ভেবে দৌড়তে শুরু করলে ফের সেই বাজে লোকটিকে দেখতে পায়। বাধ্য হয়ে ফিরে আসে নায়কের কাছে।

‘কোন গোপনে মন ভেসেছে’র প্রথম প্রোমো দেখে বেশ ভালোলেগেছে দর্শকদের। বাংলা সিরিয়ালের একঘেয়ে পরকীয়া-কুটকচালি ছেড়ে বেশ অন্য রকম গল্প দেখা যাবে বলে অনুমান করছেন প্রত্যেকে। পাশাপাশি শ্বেতা-রণজয়ের নতুন জুটিও ভালোলেগেছে প্রত্যেকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥