• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরমব্রত-পিয়া, রইল ‘পরমপিয়া’ জুটির বিয়ের এক্সক্লুসিভ ছবির অ্যালবাম

Published on:

Parambrata Chatterjee Piya Chakrborty Marriage Photos viral over social media

আর পাঁচটা সোমবারের থেকে একেবারেই আলাদা ছিল আজকের দিনটা। সকাল থেকেই টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়াতে হট টপিক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) বিয়ে। ইয়তমধ্যেই বিবাহ সম্পন্ন হয়েছে। সকলেই অপেক্ষায় ছিলেন কতক্ষণে নব দম্পতির ছবি পাওয়া যাবে। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল পরম-প্রিয়ার বিয়ের অ্যালবাম।

ধুমধাম করে নয় বরং আইনিমতেই বিয়ে সম্পন্ন হয়েছে পরমব্রত ও পিয়ার (Param-Piya Marriage)। এদিক কলকাতার যোধপুরের বাড়িতেই রেজিস্ট্রি করে স্বামী-স্ত্রী হয়েছেন দুজনে। বিয়েতে আমন্ত্রিতদের সংখ্যাও ছিল সীমিত।পরিবারের কিছু লোক ও ঘনিষ্ঠদের নিয়েই হয়েছে অনুষ্ঠান। ইতিমধ্যেই বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। পরমব্রত নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন বিয়ের মুহূর্তগুলি।

Parambrata Chattopadhyay Piya ChakrabortyRegistry Marriage

এদিন ছবি বিয়ের ছবি শেয়ার করে পরমব্রত লিখেছেন, ‘Let us go then, you and I, When the evening is spread out against the sky… ’। লাইনটির বাংলা অর্থ ‘তাহলে চলো, তুমি আর আমি, সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়ে…’। নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ছবি। লাইক থেকে শুভেচ্ছার ঢল নেমেছে পোস্টটিতে। সাথে আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা পরমব্রত ও পিয়া জুটিকে। 

আরও পড়ুনঃ বন্ধু পরমব্রতর সাথে বিয়ে পিঁড়িতে পিয়া, ‘আজ চলে যাব দূরে’, একাকীত্বের সুর গায়ক অনুপমের পোস্টে!

বিয়েতে জৌলুসপূর্ণ কোনো পোশাক নয় বরং একেবারে সাদামাটা ঘরোয়া পোশাকেই দেখা গিয়েছে দুজনকে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরনে ছিল চোস্তা ও জওহর কোর্ট। অন্যদিকে পিয়ার পরনে ছিল লালপাড় সাদা শাড়ি। সাথে ছিল গোলাভর্তি সোনার গয়না। টলিপাড়ার বিয়ে হলেও সেভাবে আমন্ত্রিতদের তালিকায় নাম নেই চেনা ব্যক্তিদের। অবশ্য তাতে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই। শুভশ্রী, শ্রাবন্তী, অনিন্দিতা বোস, সৌরভ দাস, বিক্রম চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

আরও পড়ুনঃ কমলা চরিত্র জিতেছে সকলের মন, এবার বড় পর্দায় জিৎ-র মেয়ে! অভিনয়ের জার্নি নিয়ে অকপট অয়ন্যা

প্রসঙ্গত, পিয়া চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। এর আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর। বিখ্যাত গায়ক অনুপম রায়ের সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন পিয়া। কিন্তু ২০২১ সালে সেই সম্পর্কে বিচ্ছেদ হয়। তারপর থেকেই পরমব্রতর সাথে প্রেমের গুঞ্জন শোনা যেত টলিপারায়। অন্যদিকে বিদেশিনী ইকার সাথে প্রেমে গুঞ্জন শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে। কিন্তু সেসব এখন অতীত, আপাতত সুখী দাম্পত্যের পথে পা বাড়ালেন পরম-পিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥