• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কমলা চরিত্র জিতেছে সকলের মন, এবার বড় পর্দায় জিৎ-র মেয়ে! অভিনয়ের জার্নি নিয়ে অকপট অয়ন্যা

Published on:

Ayanna Chatterjee opens up about Work enperience with Jeet in Manush Movie and Kamala O Sreeman Prithwiraj Serial

বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র (Kamala O Sreeman Prithwiraj)পথচলা। অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee) এবং সুকৃৎ সাহা (Sukrit Saha) অভিনীত এই মেগা। যদিও সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিকের সফর। তবে সিরিয়ালের কাজ শেষ হলেও পর্দার কমলা থুড়ি অয়ন্যা কিন্তু এখন বেজায় ব্যস্ত। সদ্য রিলিজ করেছে তাঁর সিনেমা ‘মানুষ’।

সুপারস্টার জিৎ, জিতু কমল অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অয়ন্যা। সিনেমায় জিৎ (Jeet) এর মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি ‘মানুষ’ (Manush) রিলিজের আবহে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে খোলামেলা সাক্ষাৎকার দেন অভিনেত্রী।

Jeet and Ayanna Chatterjee in Manush movie

অয়ন্যা জানান, তাঁর কেরিয়ারের প্রথম অডিশন জিতের অফিসে ছিল। ২০১৯ সালে ‘সুইজারল্যান্ড’এর জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তবে কোনও কারণে সেই সময় সুযোগ পাননি অভিনেত্রী। তবে এবার ‘মানুষ’র হাত ধরে কাজ করে ফেললেন অভিনেতার সঙ্গে।

আরও পড়ুনঃ বেডরুমে ছাত্রীঘনিষ্ট পরাগ, শিমুলের কাছে ধরা পড়তেই শুরু অপমান! ফাঁস আজকের ধামাকা পর্ব

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম স্তম্ভ জিৎ। এই বয়সেই এত বড় সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? জবাবে অয়ন্যা বলেন, ‘শ্যুটিংয়ের সময় প্রথম শটের আগে আমি একটু নার্ভাস ছিলাম। আর নার্ভাস তো লাগবেই। কারণ জিৎ আঙ্কেল এত বড় একজন সুপারস্টার। কিন্তু জিৎ আঙ্কেল আসার পর নিজে থেকে আমায় হাই বলেছিল। এরপর কথা হচ্ছিল আমাদের। তারপর অভিনয় করতে করতে একটা ভালো বন্ডিং হয়ে যায়’।

Kamala O Sreeman Prithwiraj, Kamala Ayanna Chatterjee, Ayanna Chatterjee

এখানেই থামেননি অয়ন্যা। অভিনেত্রী বলেন, ‘জিৎ আঙ্কেলের মতো এত অভিজ্ঞতাসম্পন্ন একজন অভিনেতার থেকে অনেক কিছু শেখা যায়। তবে শুধু জিৎ আঙ্কেল নয়। আমি সম্পূর্ণ টিমকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমায় প্রত্যেকে সব দিক থেকে সাহায্য করেছে। আমায় ‘মানুষ’এ একটা সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ’।

আরও পড়ুনঃ অর্জুনের সঙ্গে নতুন জীবন শুরু দীপার, শোকে-কষ্টে বিবাগী হল সূর্য! ফাঁস অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

একদিকে বড়পর্দায় অয়ন্যার ছবি রিলিজ করেছে, অন্যদিকে পথচলা শেষ হয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর (Kamala O Sreeman Prithwiraj)। সেই টিমটাকে কতটা মিস করছেন তিনি? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘খুব মিস করছি। ওটা আমার দ্বিতীয় পরিবার হয়ে গিয়েছিল। কিছু বলার নেই! ওদের দেখে আমার দিন শুরু হতো, ওদের দেখেই আমার দিন শেষ হতো। এত মাসের একটা সফর তো, খুব অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল। এখনও কাউকে ভুলতে পারছি না’।

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ শেষ হয়ে গিয়েছে, আবার কবে ছোটপর্দায় দেখা যাবে দর্শকদের প্রিয় ‘কমলা’কে? উত্তর অয়ন্যা বলেন, ‘এই সিরিয়ালটার জন্য আমার পড়াশোনায় অনেক লম্বা একটা বিরতি গিয়েছে। এখন ওটাতেই মনোনিবেশ করেছি, সামনেই আমার ফাইনাল পরীক্ষা। দেখা যাক, তারপর কী হয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥