• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে প্রেমিকা শ্বেতার গালে চুমু, ভাইরাল পর্দার ‘সৃজন’ রুবেলের বার্থডে সেলিব্রেশনের অদেখা ছবি

Published on:

Zee Bangla Neem Phooler Madhu serial Srijan AKA Rubel Das birthday celebration picture goes viral

Rubel Das Birthday : বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা হলেন রুবেল দাস (Rubel Das)। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘সৃজন’ (Srijan) নামেই বেশি। সম্প্রতি সেই ‘সৃজন’ই ৩৩ বছরে পা দিলেন। পরিবারের সদস্য এবং প্রেমিকা শ্বেতাকে (Sweta Bhattacharya) নিয়ে বাড়ি বসেই সেলিব্রেট করলেন অভিনেতা।

গত মাসে ‘নিম ফুলের মধু’র শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন রুবেল। দু’পায়ের গোড়ালি ভেঙে যায় অভিনেতার। এই অবস্থাতেও অবশ্য শ্যুটিং বন্ধ করেননি তিনি। বাড়ি বসেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন দর্শকদের প্রিয় ‘সৃজন’। পায়ের চোটের কারণে বাইরে যাওয়া যেহেতু বন্ধ, সেই জন্য এই বছর বাড়ি বসেই জন্মদিনটাও (Birthday) সেলিব্রেট করলেন ‘নিম ফুলের মধু’ নায়ক। মনের মানুষের এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুললেন প্রেমিকা শ্বেতা।

Neem Phooler Madhu Srijan AKA Rubel Das opens up about health condition and personal life

রুবেলের জন্মদিনে মনে থাকা সকল ভালোবাসা উজাড় করে দেন শ্বেতা। অভিনেতার জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘তোমার প্রতি আমার ভালোবাসা আকাশের থেকেও উঁচু, আর ছায়াপথের থেকেও বেশি প্রশস্ত। শুভ জন্মদিন বাবাই। অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য’।

আরও পড়ুনঃ আমায় একা করে যেও না! দীপা কোমায় যেতেই কান্নায় ভেঙে পড়ল সূর্য, উচিত শিক্ষা হয়েছে বলেছে দর্শকেরা

Rubel Das, Rubel Das and Sweta Bhattacharya, Rubel Das birthday

রুবেলের ঘরোয়া জন্মদিন সেলিব্রেশনে প্রেমিকা শ্বেতা ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর বাড়ির বাকি সদস্যরা। বাড়ির খুদে সদস্যকে পাশে বসিয়ে কেক কাটার পর নিজে হাতে মা-কে কেক খাইয়ে দেন অভিনেতা। প্রেমিকা শ্বেতার গালে চুমু এঁকে দিতেও দেখা যায় অভিনেতাকে। এই সকল মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘যমুনা ঢাকি’ নায়িকা।

আরও পড়ুনঃ মাছ-মাংস ছেড়ে ১৫ বছর ধরে খাচ্ছেন চক, ভারতীয় এই মহিলার ভিডিও ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া


প্রসঙ্গত, দীর্ঘদিনের আলাপ রুবেল-শ্বেতার। ৯ বছরের সম্পর্ক ভাঙার পর ‘নিম ফুলের মধু’ নায়ককে প্রেমিক হিসেবে বেছে নেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া খুললেই দু’জনের নানান আদুরে ছবি দেখতে পাওয়া যায়। রুবেল-শ্বেতার সম্পর্কে তাঁদের পরিবারেরও সম্পূর্ণ সায় রয়েছে। এখন অপেক্ষা শুধু চার হাত এক হওয়ার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥