• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাছ-মাংস ছেড়ে ১৫ বছর ধরে খাচ্ছেন চক, ভারতীয় এই মহিলার ভিডিও ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Updated on:

Woman Eating Chalk for 15 years schoked Social Media

Viral Video : খাবার (Food) নিয়ে প্রত্যেক মানুষের পছন্দ ভিন্ন ভিন্ন হয়। কেউ মাছ-মাংস ছাড়া খেতে পারেন না। কেউ আবার আমিষের ধারেকাছেও যান না। অনেকে আবার মেনে চলেন কড়া ডায়েট। আমাদের দেশে নানান রকম খাদ্যাভ্যাসের মানুষ দেখতে পাওয়া যায়। কিন্তু তাই বলে কেউ চক (Chalk) খেয়ে বেঁচে আছেন একথা কি আপনি কখনও শুনেছেন?

হ্যাঁ, ঠিকই দেখছেন। যে চক দিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে লিখি, সেই চক খেয়েই বেঁচে আছেন এক মহিলা (Woman)। তেলেঙ্গানার বন্দনখাল গ্রামের বাসিন্দা মাল্যাভা। গত ১৫ বছর ধরে ভাত-রুটি সহ সব খাবার ছেড়ে শুধুমাত্র চক খেয়ে বেঁচে আছেন তিনি। এখন প্রশ্ন উঠতে পারে কেন? হঠাৎ কেন চক খাওয়া (Eat) শুরু করেছিলেন তিনি? সেই কাহিনী শুনলে আরও চমকে যাবেন।

Mallava, Mallava who eats chalk, Woman eats chalk

জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে কাজ থেকে বাড়ি ফিরেছিলেন মাল্যাভা (Malyabha)। খিদেতে তাঁর পেটে আগুন জ্বলছে। কিন্তু খাবার খেতে যাওয়ার সময় দেখে ভাতের থালা পোকায় ভর্তি। সঙ্গে সঙ্গে সেই ভাত ফেলে দেন তিনি। এদিকে সারা বাড়িতে খাওয়ার মতো আর কিছু ছিল না। তখন তাঁর নজর পড়ে চকের ওপর। খিদের জ্বালায় সেই চক খেয়ে কুয়োর জল খান তিনি। কয়েক মুহূর্তের মধ্যে মাল্যাভার খিদে মিটে যায়।

আরও পড়ুনঃ বাংলা তথা বাবার গর্ব! বিলেতেও সৌরভের মুখ উজ্জ্বল করল মেয়ে সানা গাঙ্গুলী

Mallava, Mallava who eats chalk, Woman eats chalk

অভাবী মাল্যাভা এরপর থেকে রোজ অল্প অল্প করে চক খাওয়া শুরু করেন। আস্তে আস্তে তাঁর অন্য খাবারের প্রতি অনীহা তৈরি হয়। দুপুর থেকে রাত, ধীরে ধীরে সব খাবার বাদ দিয়ে দেন তিনি। চক আর কুয়োর জল খেয়েই গত ১৫ বছর ধরে নিজের পেট ভরাচ্ছেন তেলেঙ্গানার এই মহিলা।

আরও পড়ুনঃ জন্মের ৩ দিন পরেই হামাগুড়ি, বলছে কথাও! সদ্যজাতের অবাক কান্ড ভাইরাল নেটদুনিয়ায়

জানা গিয়েছে, প্রায় দেড় দশক ধরে চক খাওয়া সত্ত্বেও তাঁর কোনও শারীরিক অসুবিধা নেই। এখন ভালো কোনও খাবার থাকলেও তাঁর সেটা খেতে ইচ্ছা করে না। চক খাওয়াটা এখন মাল্যাভার কাছে একটি অভ্যাসে পরিণত হয়েছে। এখন এমনই হয়েছে, চকের বদলে অন্য কোনও খাবার খেলে তাঁর শরীর খারাপ হয়। নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মাল্যাভার ভিডিও। চক খেয়ে বেঁচে থাকা এই মহিলার গল্প শুনে অবাক হয়েছেন অনেকেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥