• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমায় একা করে যেও না! দীপা কোমায় যেতেই কান্নায় ভেঙে পড়ল সূর্য, উচিত শিক্ষা হয়েছে বলেছে দর্শকেরা

এমনি এমনিই বেঙ্গল টপার (Bengal Topper) হয় না স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)।  সদ্য এই ধারাবাহিকে সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকের মহাপর্ব। সেখানেই ভয়ানক গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে দীপা (Deepa)। সেই  অ্যক্সিডেন্ট এতটাই ভয়ানক ছিল যে দীপা এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই দর্শকরা এখন রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে দীপা আদৌ আর বাঁচবে কিনা তা নিয়ে।

দর্শকদের একাংশ দীপার এত কষ্ট আর সহ্য করতে পারছেন না। তাই সূর্যের ওপর প্রচন্ড বিরক্ত হয়ে দর্শক বলছেন সিরিয়ালে শুরু থেকে দীপা যেভাবে অপমান সহ্য করে চলেছে তাতে দীপাকে মেরেই দেওয়া উচিত! তাতে যদি সূর্যর শিক্ষা হয়। সব মিলিয়ে এই ধারাবাহিকের আগাম পর্ব নিয়ে এখন দর্শকমহলে তৈরি হয়েছে বিরাট কৌতূহল। সকলেই জানতে চাইছেন সূর্য কি আদৌ পারবে দীপাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে?

   

Anurager Chhowa Deepa's Accidenrt new promo on air

তা জানার কৌতূহল আর চেপে রাখতে পারছেন না কেউই।  গত পর্বে দেখা গিয়েছে সকলের সামনে দীপাকে চিনতে অস্বীকার করেছিলে।নিজের মেয়েরাই অস্বীকার করায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হাঁটতে হাঁটতে ভয়ানক গাড়ি দুর্ঘটনার  মুখে পড়ে দীপা। এরই মধ্যে এসে গিয়েছে এই ধারাবাহিকের আগাম পর্বের বড়সড়ো আপডেট। জানা যাচ্ছে আগামী পর্বে দীপা কোমায় চলে যাবে।  আর দীপা কোমায় যেতেই কান্নায় ভেঙে পড়বে সূর্য।

আরও পড়ুনঃ মা নামের কলঙ্ক! ময়ূরীর কথা শুনেই মেঘকে অপমান, ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

তখন কাঁদতে কাঁদতে পাগলের মতো আচরণ করতে থাকবে সূর্য আর দীপাকে বলবে তাকে একা ছেড়ে না যেতে। অন্যদিকে মাকে ওই মরণাপন্ন অবস্থায় দেখে আর মাকে মিথ্যে কথা বলার জন্য কাঁদতে থাকে সোনা রুপাও। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করার পাশাপাশি তারা মা’কে ডাকতে থাকে। তখনই আচমকা হাতের আঙুল নড়ে ওঠে দীপার।

আরও পড়ুনঃ দারুন সুখবর! বাস্তবেই বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সোনা,Sona,রুপা,Rupa,সূর্য,Surjo,দীপা,Deepa,দুর্ঘটনা,Accident

এরপর আর দেরি না করে সূর্য দীপাকে বিপদ মুক্ত করতে সঙ্গে সঙ্গে একটা ইনজেকশন পুশ করে। আর এই ভাবেই মৃত্যুর মুখ থেকে দীপাকে  আরও একবার ফিরিয়ে আনবে তার ডাক্তারবাবু। এবার দেখার আগামি পর্বে সূর্য-দীপার ভুল বোঝাবুঝি মেটে নাকি আবারও সেই একঘেয়েমি ট্র্যাক নিয়ে এগিয়ে চলে তাদের ভুল বোঝাবুঝির গল্প।