• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সকলকে তাক লাগিয়ে নতুন রূপে ফিরছেন মিঠাই সিরিয়ালের ‘ধারা’, প্রকাশ্যে এল ফার্স্ট লুক

Updated on:

Zee Bangla,Mithai,Aakash Aath,Arkoja Acharya,Bengali serial,Serial,Television,TV serial,Kori Diye Kinlam,Entertainment,New serial,জি বাংলা,মিঠাই,অর্কজা আচার্য,বাংলা সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,কড়ি দিয়ে কিনলাম,নতুন সিরিয়াল,বিনোদন,আকাশ আট,Arkoja Acharya Kori Diye Kinlam,Arkoja Acharya new serial,অর্কজা আচার্য কড়ি দিয়ে কিনলাম,অর্কজা আচার্য নতুন সিরিয়াল

Mithai Serial Dhara Actress Arkoja Acharya comeback : বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী (Bengali Serial Actress) হলেন অর্কজা আচার্য (Arkoja Acharya)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিশেষত জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে ধারা (Dhara) চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অর্কজা। পার্শ্বচরিত্র হলেও নজর কেড়েছিল তাঁর অভিনয়। এবার সেই অভিনেত্রীই নতুন সিরিয়াল নিয়ে আসছেন।

অর্কজার কেরিয়ার শুরু হয়েছিল ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের হাত ধরে। এরপর একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। কখনও পার্শ্বচরিত্র, কখনও নায়িকার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এবার সেই অভিনেত্রীই বড় চমক নিয়ে আসছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে অর্কজার আসন্ন ধারাবাহিকের প্রথম লুক।

Mithai serial Dhara, Arkoja Acharya, Arkoja Acharya new serial

সম্প্রতি ‘সুন্দরী’ সিরিয়ালের নায়িকা সুশ্রিতা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁর সঙ্গে দেখা মিলবে ‘মিঠাই’ ধারবাহিকের নায়িকা অর্কজার। একেবারে অন্য রকম লুকে দেখা যাচ্ছে তাঁকে।

‘মিঠাই’ সিরিয়ালে দাবাং পুলিশ অফিসার ধারার চরিত্রে অভিনয় করেছিলেন অর্কজা। কিন্তু এবার একেবারে পুরনো দিনের নায়িকাদের লুকে দেখা যাবে তাঁকে। এবার সাহিত্য ভিত্তিক সিরিয়ালের নায়িক হিসেবে দেখা যাবে অর্কজাকে।

আরও পড়ুনঃ ৩ বছরের বিরতি শেষে, কামব্যাক ‘স্ত্রী’ অভিনেত্রী নেহা অমনদীপের! খবর পেতেই উচ্ছসিত ভক্তরা

Mithai serial Dhara, Arkoja Acharya, Arkoja Acharya new serial

জনপ্রিয় বাংলা বিনোদন মূলক চ্যানেল আকাশ আটে (Aakash Aath) শীঘ্রই আসতে চলেহচে ‘সাহিত্যের সেরা সময়’র নতুন অংশ। এবার সেখানে দেখা যাবে বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ (Kori Diye Kinlam)। সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্কজা। তাঁর বোনের চরিত্রে দেখা যাবে ‘সুন্দরী’ ধারাবাহিকের নায়িক সুশ্রিতাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অর্কজার সঙ্গে একটি ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন তিনি নিজে।

আরও পড়ুনঃ সোনার আসল পরিচয় জানতে পেরেই মাথায় বাজ! কি হবে সূর্য-দীপার ভবিষ্যৎ? ফাঁস আগাম পর্ব


সুশ্রিতা ক্যাপশনে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি আসছি। বিমল মিত্রের লেখা উপন্যাস ‘কড়ি দিয়ে কিনলাম’এ। এখানে দুই বোনের চরিত্রে থাকবো আমরা। এই প্রোজেক্টে অভিনয় করার সুযোগ পেয়ে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। এর আগে অনেক চরিত্রে অভিনয় করেছি। তবে এই চরিত্রটা একেবারে অন্যরকম। আর খুবই চ্যালেঞ্জিং আমার কাছে। এত বিখ্যাত সুন্দর একটা উপন্যাসের অংশ হতে পেরে আমরা আপ্লুত’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥