• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ বছর পর সম্পূর্ণ নতুন রূপে এই সিরিয়ালে কামব্যাক করছেন ‘স্ত্রী’ অভিনেত্রী নেহা অমনদীপ

Updated on:

Stree serial actress Neha Amandeep will comeback soon with a new serial

Neha Amandeep will comeback soon with a New Serial: বাংলা সিরিয়ালের (Bengali Serial) পাঞ্জাবি নায়িকা হলেন অভিনেত্রী নেহা অমনদীপ (Neha Amandeep)। জি বাংলার  স্ত্রী (Stree) ধারাবাহিকের হাত ধরে প্রথমবার টেলিভিশন জগতে হাতে খড়ি হয়েছিল এই সুন্দরী অভিনেত্রীর। আজ থেকে ৩ বছর আগে অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল সান বাংলার ‘কনে বউ’ ধারাবাহিকে। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় কামব্যাক (Comeback) করতে চলেছেন বাংলা সিরিয়ালের এই মিষ্টি নায়িকা।

মাস দুয়েক  আগেই শোনা গিয়েছিল জি বাংলার পর্দায় নতুন সিরিয়ালের নায়িকা হয়েই টেলিভিশনের পর্দায় ফিরবেন নেহা। কিন্তু মাঝ পথেই  আটকে যায় সেই প্রজেক্ট। আর এবার শোনা যাচ্ছে জি বাংলা নয় স্টার জলসার পর্দায় স্নেহাশীষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন হাউজের আসন্ন মেগা সিরিয়ালে নায়িকা হচ্ছেন নেহা। এ প্রসঙ্গে এখনো পর্যন্ত পাকাপাকিভাবে কিছু জানা না গেলেও নেহার কামব্যাক করার খবর মিলতেই দারুন খুশী হয়েছেন তাঁর ভক্তরা।

Stree serial actress Neha Amandeep will comeback soon with a new serial

প্রিয় অভিনেত্রীর কামব্যাক করার খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে বহুদিন ধরেই দর্শকরা তাদের এই প্রিয় অভিনেত্রীকে টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তাই এই খবরের সত্যতা যাচাই করতেই সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর  সাথে।

তবে নতুন সিরিয়াল নিয়ে এখনই কিছুই খোলসা না করলেও অভিনেত্রী বলেছেন ‘ হুমমম! এই ব্যাপারে এখনই আমার পক্ষে কোন মন্তব্য করা সম্ভব নয়। যতক্ষণ না কিছু কনফর্ম হচ্ছে কিছুই বলতে পারছি না।’ তবে জানা যাচ্ছে ওই ধারাবাহিকে নেহার বিপরীতে নায়কের ভূমিকায় থাকবেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহান ভট্টাচার্য।

আরও পড়ুনঃ ‘দেখতে সুন্দর হলেই নায়িকা, আমার মেয়ের গড়ন এমন নয়!’ কাস্টিং নিয়ে বিস্ফোরক সুদীপ্তা

Stree serial actress Neha Amandeep will comeback soon with a new serial

আরও পড়ুনঃ সোনার আসল পরিচয় জানতে পেরেই মাথায় বাজ! কি হবে সূর্য-দীপার ভবিষ্যৎ? ফাঁস আগাম পর্ব

এখনও সবকিছু চূড়ান্ত হয়নি ঠিকই, তবে ফ্যানদের প্রসঙ্গে উঠতেই এদিন অভিনেত্রী বলেছেন ‘ফ্যানদের ভীষণ মিস করি! অনেকদিন হলো টিভির পর্দার আসিনি, ওদেরকে খুবই মিস করি। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরব টেলিভিশনের পর্দা সবার ভালোবাসা চাই।’ তাই বোঝাই যাচ্ছে জল্পনায় শিলমোহর পড়া এখন শুধু সময়ের অপেক্ষা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥