• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনার আসল পরিচয় জানতে পেরেই মাথায় বাজ! কি হবে সূর্য-দীপার ভবিষ্যৎ? ফাঁস আগাম পর্ব

Published on:

Surjo will know Sona is Deepa's own daughter in anurager Chhowa's upcoming episode

Anurager Chowa Sujra Reaction after Sona’s Real Identity: প্রতি সপ্তাহেই একের পর এক হাই ভোল্টেজ ড্রামা নিয়ে এগিয়ে চলেছে স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিটি পর্ব। তাই এই সিরিয়াল থেকে এই মুহূর্তে কিছুতেই চোখ সরাতে পারছেন না দর্শকরাও। লাগাতার যার ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও। সিরিয়ালটি নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যেই এই ধারাবাহিকে ফাঁস হয়েছে একাধিক সত্যি।

এখন পরিষ্কার হয়ে গিয়েছে বেশ কিছু ঘটনা। ইতিমধ্যেই হিংসুকুটি সোনা জেনে গিয়েছে যে সে অনাথ। তাই নিজের বাবা মায়ের জন্য দিনরাত কেঁদে কেঁদে মন খারাপ সোনার। অন্যদিকে সোনার কষ্টটা দেখেও তাকে এখনো পর্যন্ত সত্যিটা বলে উঠতে পারেনি দীপা, রুপা কিংবা দিদিভাই লাবণ্য সেনগুপ্ত। এরই মধ্যে গত পর্বে দর্শক দেখেছেন সোনার কষ্ট সহ্য করতে না পেরে সূর্য তাকে প্রতিজ্ঞা করেছে সে তার বাবা মাকে খুঁজে এনে দেবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,সত্যি ফাঁস,Truth Reveal

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে বাবা মাকে না পেয়ে কাঁদতে কাঁদতে সোনা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে গেলে তাকে থামিয়ে দিয়ে রুপা। সোনাকে রুপা জানিয়ে দেবে তারা দুজনেই জমজ বোন। সূর্য-দীপা তাদের বাবা-মা। তবে এরই মধ্যে জানা যাচ্ছে এই ধারাবাহিকের আসন্ন পর্বে আসতে চলেছে আরও এক বড় চমক।

প্রসঙ্গত অনুরাগের ছোঁয়া সাউথের যে ‘কার্তিকা দীপম’ সিরিয়ালটি ধরে এগোচ্ছে সেই সিরিয়ালের গল্প অনুযায়ী আগামী দিনে দেখা যাবে সূর্য সোনার বাবা মাকে খুঁজতে খুঁজতে যখন ব্যর্থ হয়ে যাবে তখনই সে বাড়ির লোকজনের কথা থেকে জানতে পারবে সোনা আসলে দীপার জমজ মেয়ে।

আরও পড়ুনঃ নিজেই মুছবে সিঁথির সিঁদুর! নীলকে উচিত শিক্ষা দিতে তৈরী মেঘ, ফাঁস ‘ইচ্ছেপুতুল’র দুর্ধর্ষ পর্ব

Anurager Chhowa serial Surjo will know about the actual relationship between Deepa and Kabir

আরও পড়ুনঃ বক্সিং অতীত! বিয়ে হতেই রাতারাতি স্বপ্ন ছেড়ে পেশাবদল, চরম টুইস্ট আসছে ‘ফুলকি’ সিরিয়ালে

এই সত্যি জানার সাথে সাথেই সূর্যের জীবনে আসতে চলেছে বড়সড় ঝড়। এখন দেখার সোনা দীপার জমজ সন্তান, এ কথা জানার পর আগামী দিনে সূর্য কিপদক্ষেপ নেয়। আর সেটা দেখার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়। সাথে এমন আগাম আপডেট পাওয়ার জন্য ফলো করুন বংট্রেন্ডকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥