• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেই তোলপাড় হবে শ্যামলীর জীবন, ভিলেন রূপে ফিরল কিঞ্জল! টিভির আগেই ফাঁস ব্লকবাস্টার পর্ব

Published on:

Zee Bangla Kon Gopone Mon Bhesechhe serial Kinjal might comeback soon

গত কয়েক মাসে টেলিভিশনের পর্দায় একাধিক নতুন বাংলা সিরিয়াল শুরু হয়েছে। তবে সবার মধ্যে আলাদা করে নজর কেড়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। শ্বেতা ভট্টাচার্য-রণজয় বিষ্ণু অভিনীত এই মেগা শুরু থেকেই টিআরপি (TRP) তালিকায় প্রথম পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে। যত সময় যাচ্ছে ততই বাড়ছে অনিকেত-শ্যামলীর গল্পের জনপ্রিয়তা।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, মামনিকে বাঁচানোর জন্য শ্যামলীকে (Shyamali) বিয়ে করেছে অনিকেত (Aniket)। আর তাদের বিয়ের সঙ্গেই ধারাবাহিকে নাকি আসতে চলেছে নতুন মোড়। ইতিমধ্যেই ‘কোন গোপনে মন ভেসেছে’ আগাম পর্ব নিয়ে ব্যাপক চর্চা আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।

Kon Gopone Mon Bhesechhe serial Kinjal and Shyamali

জি বাংলার এই মেগার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল কিঞ্জল (Kinjal)। শ্যামলীকে দেখার পর থেকেই মনে মনে তার প্রতি একটা ভালোলাগা তৈরি হয়ে গিয়েছিল তার। তবে শ্যামলী তাকে কখনও সেই চোখে দেখেনি। উল্টে বারবার কিঞ্জলকে বুঝিয়েছে, সে তার থেকে বয়সে ছোট। তাদের মধ্যে কখনও কিছু হবে না। কিন্তু কিঞ্জল সেকথায় কান না দিয়ে পুরুলিয়ার পাহাড় আর নদীর মাঝে দাঁড়িয়ে শ্যামলীকে বিয়ের প্রস্তাব দেয়।

আরও পড়ুনঃ নোংরামি দেখিয়ে ক্ষতি করছে সমাজের! এই তিন জনপ্রিয় বাংলা সিরিয়াল বন্ধের দাবিতে সরব দর্শকরা

কিন্তু তা সত্ত্বেও শ্যামলী নিজের সিদ্ধান্তে অনড় থাকে এবং কিঞ্জলকে জানিয়ে দেয় এই সম্পর্ক হওয়ার নয়। এদিকে কিঞ্জলও বলে, শ্যামলী হ্যাঁ না বলা অবধি সে ওখানেই দাঁড়িয়ে থাকবে। এরপর লকগেট খুলে দেওয়ায় জলের স্রোতে ভেসে যায় সে। পরিবারের সদস্যরা কিঞ্জলের এই পরিণতির জন্য শ্যামলীকেই দায়ী করতে থাকে।

Kon Gopone Mon Bhesechhe serial Shyamali

দর্শকরা যদিও ইতিমধ্যেই জেনে গিয়েছে, এই দুর্ঘটনার পিছনে আসলে কাদের হাত ছিল। এদিকে বেশ অনেকদিন হয়ে গেল ধারাবাহিকে কিঞ্জল তথা অভিনেতা উদয় প্রতাপ সিংকে (Uday Pratap Singh) দেখা যাচ্ছে না। বরং তিনি ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে চয়ন রূপে হাজির হয়েছেন। তবে দর্শকরা মনে করছেন, শীঘ্রই ‘কোন গোপনে মন ভেসেছে’তে ফিরবেন উদয়।

আরও পড়ুনঃ পর্দায় কুচুটে শাশুড়ি হলেও, বাস্তবে ছিলেন পুরো আলাদা! গীতা দের করুণ কাহিনী চোখে জল আনতে বাধ্য

শ্যামলীর সঙ্গে অনিকেতের বিয়ে হয়ে গিয়েছে দেখে কিঞ্জল ভিলেন হয়ে যেতে পারে এই অনুমানও করছেন অনেকে। তাই স্বাভাবিকভাবেই যদি এই অনুমান সত্যি হয় তাহলে পাল্টে যাবে গল্পের মোড়। তবে এখনও কিঞ্জলের ফিরে আসার বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। দেখা যাক, ‘কোন গোপনে মন ভেসেছে’তে কবে ফিরে আসে এই চরিত্রটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥