• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নোংরামি দেখিয়ে ক্ষতি করছে সমাজের! এই তিন জনপ্রিয় বাংলা সিরিয়াল বন্ধের দাবিতে সরব দর্শকরা

এখনকার বাংলা সিরিয়াল (Bengali Serial) আর পরিবারের সঙ্গে বসে দেখা যায় না! টিআরপি তুলতে গল্পের গোরু গাছে তোলাই শুধু নয়, শালীনতার সীমাও অতিক্রম করে ফেলছে বহু মেগা! মাঝেমাঝেই বহু দর্শকের গলায় শোনা যায় এমন অভিযোগের সুর। তবে এবার শুধু অভিযোগ নয়, সিরিয়ালের বন্ধের দাবি নিয়ে মিছিল করলো সংগ্রামী যৌথ মঞ্চ। বিশেষত ‘তোমাদের রানী’ (Tomader Rani), ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) এবং ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) বিরুদ্ধে উগড়ে দেওয়া হয়েছে ক্ষোভ।

স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ ধারাবাহিকটি ঘিরে দর্শকদের একাংশ অনেকদিন ধরেই অভিযোগ করছেন। বিয়ের আগেই নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য দেখিয়ে রোষের মুখে পড়েছিল এই সিরিয়াল। টেলিভিশনের পর্দায় এমন কাহিনী কেন দেখানো হচ্ছে? এই প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেই সঙ্গেই উঠেছিল ধারাবাহিক বন্ধের দাবি।

   

Star Jalsha Tomader Rani Durjoy Rani Romance

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ও শুরু থেকে আলোচনার কেন্দ্রে রয়েছে। বধূ নির্যাতন, বৈবাহিক ধর্ষণের মতো সেন্সিটিভ ইস্যু দেখিয়ে মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে এসেছে এই মেগা। এই ধারাবাহিকের একটি পর্বে দেখা গিয়েছিল, ফুলশয্যার খাটে শুয়ে রয়েছে মা-ছেলে। এদিকে নববিবাহিতা স্ত্রীয়ের ঠাঁই হয়েছে সোফায়।

আরও পড়ুনঃ টুরু লাভ! শিমুল না হলে কাউকে বিয়েই করব না, শতদ্রুর ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

‘কার কাছে কই মনের কথা’র এই দৃশ্য দেখে চটে গিয়েছিলেন বহু দর্শক। ‘মা-ছেলের ফুলশয্যা’ দেখিয়ে ব্যাপক রোষের মুখে পড়েছিল এই মেগা। এই দুই ধারাবাহিকের (Serial) পাশাপাশি স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ বন্ধের দাবিও তুলেছেন অনেকে।

অনুরাগের ছোঁয়া কার কাছে কই মনের কথা : Anurager Chhowa and Kar Kache Koi Moner Kotha

একটা সময় সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের শিরোপা দখল করেছে সূর্য-দীপার (Surjya Deepa) মেগা। এই ধারাবাহিকেই দেখানো হয়েছে, নায়ক সূর্যর বীর্য চুরি করে গর্ভবতী হয়েছে খলনায়িকা মিশকা (Mishka)। এই দৃশ্য ঘিরেও বিস্তর চর্চা হয়েছিল। অনেকেই বলেছিলেন, এর ফলে সমাজে অপরাধের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুনঃ ছেলেকে হারিয়ে পাগলপারা লাবণ্য, কিভাবে সূর্যকে খুঁজবে দীপা? চরম টুইস্ট আসছে অনুরাগের ছোঁয়ায়

তবে শুধু এই তিন সিরিয়াল নয়, আরও বেশ কিছু ধারাবাহিক ঘিরে আপত্তি উঠেছে। দর্শকদের একাংশের অভিযোগ, টিআরপির (TRP) লোভে আদতে সমাজের ক্ষতি করছে এই মেগাগুলি। ভাইয়ে-ভাইয়ে বিবাদ, পরকীয়া থেকে শুরু করে বধূ নির্যাতন, এই ধরণের ট্র্যাক এখন বেশি দেখানো হচ্ছে। যা কিনা আদর্শ সমাজ গড়ে তোলার পরিপন্থী। তাই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হলে এই ধরণের সিরিয়াল বন্ধ করা উচিত বলে দাবি করেছেন অনেকে।

site