• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমানুষ ছিল, তাই থাকবে! পরাগ পালালেও সতীনকে বাঁচতে ঝাঁপিয়ে পড়ল শিমুল, ভাইরাল তোলপাড় করা পর্ব

Updated on:

কার কাছে কই মনের কথা : Zee Bangla Kar Kache Koi Moner Kotha Shimul Saves Priyanka from Fire

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)। যেখানে এক নারীর শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়া ও ঘুরে দাঁড়ানোর চেষ্টার লড়াই তুলে ধরা হয়েছে। পরাগকে বিয়ে হয়ে আসার পর থেকেই গার্হস্থা হিংসার শিকার হয়েছে শিমুল। শুরুতে শ্বাশুড়ি মধুবালাও একইধরনের ছিল, তবে ধীরে ধীরে মন বদলেছে শিমুলকে দেখে। বর্তমানে বৌমাকে নিজের মেয়ের মতোই আগলে রাখতে চান তিনি।

গল্পে শিমুলের চরিত্রে রয়েছেন অভিনেত্রী মানালি দে ও পরাগ চরিত্রে আছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। স্বামী স্ত্রী হলেও দুজনের সম্পর্ক আধায় কাঁচকলায়। কিছুদিন আগেই ভাই পলাশের সাথে মিলে শিমুলকে প্রাণে মারার চেষ্টা করেছিল পরাগ। এরপর অনেক দূর জল গড়িয়েছে। শিমুলকে ডিভোর্স দিয়ে ছাত্রী প্রিয়াঙ্কার সাথে প্রেমের সম্পকে জড়িয়েছে পরাগ।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala divide house duties, কার কাছে কই মনের কথা শিমুল মধুবালা পরাগ পলাশ প্রতীক্ষা

ইতিমধ্যেই শিমুল ও পরাগের ডিভোর্স হয়ে গিয়েছে। কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেও শিমুল মুখ খুলতেই চাপে পড়ে গিয়েছিল পরাগ। তবে ডিভোর্সটা শেষ পর্যন্ত হয়ে গিয়েছে। আর ডিভোর্স হতেই ছাত্রী প্রিয়াঙ্কার সাথে বিয়ের আয়োজন চলছে জোর কদমে। আশীর্বাদের দিন ঠিক হয়ে গিয়েছে। এরই মাঝে প্রকাশ্যে এসেছে নতুন এক ধামাকা প্রোমো।

আরও পড়ুনঃ ছেলেকে আটকালেও নিজে দিব্যি প্রেম করছে ‘বাবুউউর মা’! দিদি নং ১ এ ফাঁস অরিজিতার গোপন সিক্রেট

প্রোমোতে দেখা যাচ্ছে আশীর্বাদ হচ্ছে পরাগ ও প্রিয়াঙ্কার। আশীর্বাদের উপহারের বাক্স শ্বাশুড়ির হাতে তুলে দিচ্ছে শিমুল। তখনই মধুবালা ছেলের উদ্দেশ্যে বলে ওঠে, ‘হীরেকে ছেড়ে কাঁচ বেছে নিচ্ছ তো’! একথা শুনে উঠে চলে যায় শিমুল। তারপর সেলফি তুলতে গিয়ে প্রিয়াঙ্কার শাড়িতে আগুন লেগে যায়। বেগতিক দেখে ভালোবাসা উধাও, আগে সরে পরে পরাগ। কিন্তু এখানেও মানবিকতার পরিচয় দিল শিমুল।

আরও পড়ুনঃ মৃত্যু নয় বিয়ে দিয়ে শেষ হবে ইচ্ছে পুতুল! ফাঁস হতেই ভাইরাল মেঘের ব্রাইডাল লুকের ছবি

নিজের ক্ষতির পরোয়া না করে কম্বল নিয়ে জড়িয়ে দেয় প্রিয়াঙ্কাকে। যার স্বামীকে কেড়ে বিয়ের পিঁড়িতে বসছে সেই সতীনকেই কিনা প্রাণে বাঁচালো শিমুল। এই দেখে প্রিয়াঙ্কাও বলে ওঠে, ‘তুমি আমাকে বাঁচালে?’ উত্তরে শিমুল জানায়, ‘আমি হয়তো এ বাড়ির বউ নই। কিন্তু কিছু মানুষের মতো এখনও মনুষত্ব হারিয়ে ফেলিনি’। এরপর কি হবে? সেটা দেখার জন্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥