• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেকে আটকালেও নিজে দিব্যি প্রেম করছে ‘বাবুউউর মা’! দিদি নং ১ এ ফাঁস অরিজিতার গোপন সিক্রেট

Published on:

Neem Phooler Madhu Krishna Actress Arijita Mukhopadhyay reveals secret in Didi No 1

জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu) ধারাবাহিক এখন সুপারহিট। একথা আমরা বলছি না বলছে টার্গেট রেটিং পয়েন্টের তালিকা। একদিকে সৃজন-পর্ণার প্রেম অন্যদিকে শ্বাশুড়ি ‘বাবুউউর মা’ থুড়ি কৃষ্ণার ছেলে হারানোর চিন্তা। গল্পে সৃজন চরিত্রে আছেন অভিনেতা রুবেল দাস, পর্ণা হিসাবে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মাকে। আর শ্বাশুড়ি কৃষ্ণার চরিত্রে আছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)

শুরু থেকেই কৃষ্ণকে দজ্জাল টাইপের দেখানো হয়েছে। যে কিনা কিছুতেই ছেলেকে নিজের কাছ ছাড়া করতে চায় না। এমনকি বিয়ে পর পর্ণাকেও কিছুতেই সহ্য করতে পারে না সে। বিশেষ করে সৃজন-পর্ণা কাছাকাছি আসুক এটা চায় না সে। বদলে উঠে পরে লেগেছে কিভাবে দুজনের মাঝের সম্পর্ক তিক্ত করে বিচ্ছেদ ঘটানো যায়। যদিও প্রতিবারেই শ্বাশুড়ির এমন প্ল্যানে জল ঢেলে দেয় বুদ্ধিমতী পর্ণা।

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan understood Parna’s greatness, নিম ফুলের মধু সৃজন পর্ণা কৃষ্ণা

যারা নিয়মিত দর্শক তাঁরা জানান, কিছুদিন আগেই রুচিরার খুনের অপবাদ থেকে মুক্তি পেয়েছে পর্ণা। সৃজন নিজে স্ত্রীকে নিয়ে নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করেছে। সাথে উদ্ধার করে এনেছে রুচিরাকেও। এরপর রাতে দরজা বন্ধ করে স্বামী-স্ত্রী রোম্যান্সে মেতে উঠলে সেটা সোনার জন্য দরজার বাইরে আড়ি পেতেছে বাবুউউর মা। ছেলেকে কেড়ে নিল বলে চোখের জল পর্যন্ত ফেলেছেন তিনি।

আরও পড়ুনঃ মৃত্যু নয় বিয়ে দিয়ে শেষ হবে ইচ্ছে পুতুল! ফাঁস হতেই ভাইরাল মেঘের ব্রাইডাল লুকের ছবি

এমন অভিনয়ের দৌলতে দর্শকদের কাছে খলনায়িকা হয়ে উঠেছেন কৃষ্ণা। যদিও এটাই খল চরিত্রে অভিনয়ের সার্থকতা তবে সিরিয়ালের জেরে বাস্তবেও কটু কথা শুনতে হয় তাকে জানিয়েছেন অভিনেত্রী। তবে মজার বিষয় হল পর্দায় দজ্জাল গোছের হলেও বাস্তবে কিন্তু একেবারেই ভালো মানুষ অরিজিতা। ছেলে-বৌমার প্রেমে হাড্ডি হলেও রিয়েল লাইফে তিন নিজেই বড় রোম্যান্টিক।

Neem Phooler Madhu Krishna hears Srijan Parna doing romance

ভাবছেন একি বলছি! একেবারেই ঠিক বলছি। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন অরিজিতা মুখোপাধ্যায়। অবশ্য তিনি একা নন হাজির ছিলেন নিম ফুলের মধুর মৌমিতা অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও বড় জা তনুশ্রী গোস্বামী। এদিন অরিজিতের গোপন প্রেমিকের সম্পর্কে সব ফাঁস করে দিয়েছেন মানসী।

আরও পড়ুনঃ মাত্র তিন সপ্তাহ যেতেই বিয়ের পিঁড়িতে মিস গোবর দেবী, প্রোমো ফাঁস হতেই হতবাক দর্শকেরা

অরিজিতা বলেন, ‘আমি পসেশনে বিশ্বাসই করি না’। যার উত্তরে রচনা পাল্টা জানান, ‘হয়তো সিওর নয়, নামটা পাল্টে যেতেও পারে তাই পোসেসিভনেস নেই’। এরপর মৌমিতা বলে ওঠে, ‘তাহলে এক্সের নামটা বলে দিক’। এমনই অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে এদিনের দিদি নং ওয়ানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥