• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যু নয় বিয়ে দিয়ে শেষ হবে ইচ্ছে পুতুল! ফাঁস হতেই ভাইরাল মেঘের ব্রাইডাল লুকের ছবি

জি বাংলার (Zee Bangla)  জনপ্রিয় সিরিয়ালের তালিকায় অন্যতম একটি হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ-নীলের কাহিনী দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। গল্পে মেঘের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তিতিক্ষা দাসকে (Titiksha Das) ও নীলের চরিত্রে আছেন মৈনাক ব্যানার্জী (Mainak Banerjee)। আর দুজনের সপর্কে ভাঙ্গন ধরানোর জন্য ময়ূরী চরিত্রে আছেন শ্বেতা মিশ্র।

যারা নিয়মিত দর্শক তারা জানেন, জিষ্ণুর সাথে মেঘকে নিয়ে নোংরা অপবাদ দেওয়া হয়েছে। যেটা ময়ূরী আর রূপ প্ল্যান করেই করেছিল। এই অপবাদ সহ্য না করতে পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। এরপর দীর্ঘদিন হাসপাতালের বিছানায় যুদ্ধ চলেছে বাঁচার জন্য। ময়ূরী আপ্রাণ চেষ্টা করেছিল যাতে মেঘ আর বেঁচে না ফেরে কিন্তু তা হয়নি।

   

Will Icche Putul Serial end with Megh's Death Speculation in Social Media

সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মেঘ। এদিকে মেঘের হয়ে লড়াই চালাচ্ছে গিনি। এই লড়াইয়ে গিনির পাশে দাঁড়িয়েছে জিষ্ণু। রূপের বন্ধুর সাহায্য নিয়েই তাঁর থেকে সব সত্যি উগলে নিয়েছে গিনি। তারপর  মিট যেখানে রূপের নোংরামির মুখোশ টেনে ছিঁড়ে দেবে সে। এমন টানটান উত্তেজনার পর চললেও মন খারাপ দর্শকদের। কেন? কারণ ইতিমধ্যেই সিরিয়ালের শেষ হওয়ার জল্পনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ বিচ্ছেদের পর মা হচ্ছেন নবনীতা! জিতু কমলের প্রাক্তনের খবর নিয়ে হৈ হৈ কান্ড নেটপাড়ায়

যদিও অফিসিয়াল আপডেট মেলেনি, তবে টিআরপি কমে যাওয়ায় ধারাবাহিক শেষের আশঙ্কা সত্যি হতে পারে বলেই মনে হচ্ছে সকলের। শুরুতে অনেকেই ভেবেছিলেন হয়তো মেঘের মৃত্যু দিয়েই শেষ হবে গল্প। কিন্তু তা হয়নি, বরং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মেঘ। এখন নেটিজেনদের মত মেঘ-নীলের বিয়ে দিয়েই শেষ হবে ইচ্ছে পুতুল !

Icche Putul Megh Titiksha Das share Bridal Look Photo

জল্পনার মাঝেই নববধূর সাজে মেঘের একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে লাল টুকটুকে বেনারসীতে মোহময়ী সুন্দরী রূপে দেখা যাচ্ছে মেঘকে। অভিনেত্রী তিতিক্ষা দাস নিজেই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আজকের’। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে বাকি নেই শুটিং ফ্লোর থেকেই তোলা ছবিটি।

আরও পড়ুনঃ মাত্র তিন সপ্তাহ যেতেই বিয়ের পিঁড়িতে মিস গোবর দেবী, প্রোমো ফাঁস হতেই হতবাক দর্শকেরা

Icche Putul actress Titiksha Das

অর্থাৎ একদিকে যেমন মেঘ সুস্থ হয়েছে। তেমনি অন্যদিকে ময়ূরী ও রূপের আসল রূপ সকলের সামনে চলে আসবে। এরপর হয়তো আবারও বিয়ের পিঁড়িতে বসবে মেঘ-নীল। এভাবেই হয়তো হ্যাপি এন্ডিং হবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের। তবে এর কতটা ঠিক সেটা আগামী দিনের এপিসোডগুলি দেখলেই বোঝা যাবে।