• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিমুলকে বাঁচাতে যাওয়াই কাল হল! এবার জেলে যাবে শতদ্রু, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুলের সুবিচার পাওয়ার শেষ আশাটাও এবার ভেঙে গেল। পরাগকে বিষ দেওয়ার অভিযোগে এখন জেলবন্দি সে। শ্বশুরবাড়ি-বাপের বাড়ির সবাই এই বিপদের দিনে শিমুলের (Shimul) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে এই অবস্থায় এগিয়ে এসেছিল শতদ্রু। কিন্তু এবার তাকেও গ্রেফতার করলো পুলিশ!

যারা নিয়মিত দর্শক তারা জানেন, ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, উকিল আরাধনাকে সঙ্গে নিয়ে শিমুলের সঙ্গে দেখা করতে গিয়েছে শতদ্রু (Shatadru)। সেখানে শিমুলের সঙ্গে কথা বলে আরাধনা বুঝতে পারে, তার মধ্যে লড়াই করার ইচ্ছেটাই একপ্রকার হারিয়ে গিয়েছে। নিজের ভাগ্য ভেবে সবটা মেনে নিয়েছে শিমুল। তবে এতকিছুর মধ্যেও নিজের আত্মঅহংকার এবং আত্মসম্মানকে বিসর্জন দিতে পারেনি সে।

   

কার কাছে কই মনের কথা শিমুল আরাধনা : Kar Kache Koi Moner Kotha Shimul and Aradhana

শতদ্রু বুঝে গিয়েছে এই বিপদের দিনে তাকে শিমুলের পাশে দাঁড়াতে হবে। শিমুল মুখে না বললেও তার এখন শতদ্রুকে ভীষণ প্রয়োজন। সেই সঙ্গেই রূপরেখার (Ruprekha) সঙ্গে নিজের বিয়ে ভাঙার কথা ঠিক করে সে। আশীর্বাদের দিন দুই পরিবারের সামনে শতদ্রু জানিয়ে দেয় নিজের সিদ্ধান্তের কথা।

আরও পড়ুনঃ বিয়ের পরেই তোলপাড় হবে শ্যামলীর জীবন, ভিলেন রূপে ফিরল কিঞ্জল! টিভির আগেই ফাঁস ব্লকবাস্টার পর্ব

তবে রূপরেখা এই বিষয়টায় বেশ রেগে যায়। সে ঠিক করে, এত বড় অপমান কিছুতেই মুখ বুজে মেনে নেওয়া যাবে না। যেমন ভাবা তেমন কাজ! পরের দিন সকাল হতেই শতদ্রুর বাড়িতে পুলিশ নিয়ে হাজির হয় সে। ধারাবাহিকের (Serial) আজকের পর্বে এই দৃশ্য দেখতে পাবেন দর্শকরা।

Kar Kache Koi Moner Kotha Shatadru Ruprekha

শতদ্রুর বাড়িতে পুলিশ নিয়ে এসে রূপরেখা বলে, এই ছেলেটির নাম শতদ্রু। ওর চরিত্র ভালো না। ও আমায় বিয়ের প্রস্তাব দিয়ে আশীর্বাদের দিন ডেকে এনে বিয়েটা বাতিল করে দেয়। এরপর সে শতদ্রুর কাছে গিয়ে বলে, সব মেয়ের সঙ্গে সবকিছু করা যায় না। কোথাও কোথাও তার দাম দিতে হয়।

আরও পড়ুনঃ পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে! ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার জন্মদিনে আদুরে ছবি শেয়ার করলেন সৌম্যদীপ

এরপর রূপরেখার অভিযোগের ভিত্তিতে শতদ্রুকে ধরে নিয়ে যায় পুলিশ। তাহলে কি শিমুলের মতোই পরিণতি হতে চলেছে শতদ্রুর? আশীর্বাদের দিন বিয়ে ভাঙার জন্য কী শাস্তি পেতে হবে তাকে? ধারাবাহিকের আগামী পর্বগুলিতে পাওয়া যাবে সেই উত্তর।