• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে! ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার জন্মদিনে আদুরে ছবি শেয়ার করলেন সৌম্যদীপ

Published on:

Jagaddhatri actress Ankita Mallick birthday Soumyadeep Mukherjee wishes her

বাংলা টেলিভিশনের ‘জগদ্ধাত্রী’ তিনি। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) পরিচয় এখন জগদ্ধাত্রী (Jagaddhatri) কিংবা জ্যাস নামেই বেশি। নবাগতা অভিনেত্রী হওয়া সত্ত্বেও নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে তেরো থেকে তিরাশির মন জয় করে নিয়েছেন তিনি। শুরু থেকেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে অঙ্কিতার মেগা। সম্প্রতি সেই অভিনেত্রীরই জন্মদিন (Ankita Mallick Birthday) ছিল। ২৩ বছরে পা দিলেন তিনি।

জন্মদিন বলে অবশ্য কাজ থেকে ছুটি পাননি অঙ্কিতা। সপ্তাহে ৭ দিন শ্যুটিংয়ের পাশাপাশি এখন সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে বেশ ব্যস্ত তিনি। এই বছর জন্মদিনটা (Birthday) কাজের মধ্যে দিয়েই কেটেছে ‘জগদ্ধাত্রী’ নায়িকার। এই প্রসঙ্গে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী বলেন, ‘আজ তো শ্যুটিং নিয়েই আমি ব্যস্ত ছিলাম। প্যাক আপ হয়ে গিয়েছে। এবার বাড়ির লোকজনের সঙ্গে সময় কাটাব’।

Ankita Mallick birthday celebration

জন্মদিনের দিন প্রথমে সিরিয়ালের (Bengali Serial) পুরো টিমের সঙ্গে হইহই করে কেক কাটেন অঙ্কিতা। পাশে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন পর্দার স্বয়ম্ভূ তথা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। সহ-অভিনেত্রীর জন্মদিনে শ্যুটিংয়ের ফাঁকে তোলা আদুরে একটি ছবি শেয়ার করেন ‘জগদ্ধাত্রী’ নায়ক।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী, দীপা নাকি মেঘ? দর্শকদের বিচারে সেরা নায়িকা কে? প্রকাশ্যে এল তালিকা

সৌম্যদীপের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, আয়নার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন তাঁরা। অভিনেতার মাথায় আবার মজা করে শিং বানিয়েছেন অঙ্কিতা। জন্মদিনের দিন অঙ্কিতাও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একগাল হাসি নিয়ে কেক কাটছেন তিনি।

Soumyadeep Mukherjee birthday wish for Ankita Mallick

শুরু থেকেই টিআরপি তালিকায় রাজত্ব করছে ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হল অঙ্কিতা-স্বয়ম্ভূর কেমিস্ট্রি। বহুবার তাঁদের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। যদিও দুই তারকা একে অপরকে স্রেফ ‘ভালো বন্ধু’ই বলেন।


প্রসঙ্গত, সদ্য ৫০০ পর্ব সম্পন্ন হয়েছে অঙ্কিতা-সৌম্যদীপের মেগার। এখনও অবধি মোট ২৫ বার বেঙ্গল টপারের শিরোপা আদায় করেছে ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালের এই সাফল্য প্রসঙ্গে অভিনেত্রী সম্প্রতি বলেন, ‘এটা সম্ভব হয়েছে দাদা (স্নেহাশিস চক্রবর্তী) এবং তাঁর লেখনীর জন্য’। সেই সঙ্গেই অঙ্কিতা জানান, তিনি টিআরপি তালিকার অপেক্ষায় থাকেন না। ঈশ্বরের আশীর্বাদ এবং দর্শকদের ভালোবাসার জন্য কাজের প্রতি ভালোবাসা বেড়ে যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥