• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিমুলকে বিষ দিয়ে ফেঁসেই গেল পরাগ-পলাশ! টিভির আগেই ফাঁস আজকের ‘সুপার ধামাকা’ পর্ব

জি বাংলার (Zee Bangla) কয়েকটি সিরিয়াল (Bengali Serial) থেকে এখন চোখ সরানো রীতিমতো মুশকিল হয়ে গিয়েছে। এমনই একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। শিমুল, পরাগের মেগার প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। টানটান উত্তেজনার গল্প দেখিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপা আদায় করে নিয়েছে এই সিরিয়াল।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, শিমুলকে (Shimul) দু’চোখে সহ্য করতে পারে না তার স্বামী এবং দেওর। শিমুলের প্রাণ খোলা স্বভাব, স্বাধীনচেতা মনোভাব একেবারেই সহ্য নয় পরাগ-পলাশের। পাড়ার দুর্গাপুজোয় তাই মধুবালা এবং শিমুলকে আনন্দ করতে দেখে ভেতর থেকে জ্বলে-পুড়ে যায় দুই ভাই। আর সেই জ্বলুনি থেকেই বিজয়া দশমীর দিন শিমুলকে বিষ খাইয়ে দেয় তারা।

   

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul is hospitalized Parag is scared

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ঠাকুর ভাসান দিয়ে আসার পর সবার হাতে সিদ্ধির গ্লাস তুলে দিতে থাকে পরাগ (Parag)। কিন্তু শিমুল তার স্বামীর হাত থেকে গ্লাস নেয় না। সেই জন্য পরাগ চালাকি করে প্রতীক্ষার (Pratiksha) হাত দিয়ে শিমুলকে বিষ মেশানো সিদ্ধির গ্লাসটা দেয়।

আরও পড়ুনঃ জ্যাস-দীপাকে তুড়ি মেরে উড়িয়ে বেঙ্গল টপার, TRP তে প্রথম হয়ে কি বলল পর্দার ‘শিমুল’ মানালি?

বিষাক্ত সেই পানীয় খাওয়া মাত্রই জ্ঞান হারায় শিমুল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার জ্ঞান না ফেরায় সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে ভালোমানুষির নাটক করতে শুরু করে পরাগ, পলাশ, প্রতীক্ষা।

আরও পড়ুনঃ হয়েও হল না মিল, সূর্যকে ডিভোর্স দিতেই অন্য পুরুষের এন্ট্রি দীপার জীবনে! ফাঁস তোলপাড় করা নতুন ট্র্যাক

Kar Kache Koi Moner Kotha Parag and Palash

আজকের পর্বে দেখতে পাবেন, শিমুলের চিকিৎসার পর নার্স এসে জানায় তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল। একথা শোনার পর ঘাবড়ে যায় সকলে। তখন ফের নতুন নাটক শুরু করে পরাগ, পলাশ (Palash) এবং প্রতীক্ষা। দু’চোখ বেয়ে জল পড়তে থাকে পরাগের।

সব কিছু দেখার এবং শোনার পর বিপাশা বলে শিমুলের জ্ঞান ফিরলেই তারা পুলিশের কাছে অভিযোগ করতে যাবে। পাড়ার বৌদির মুখে একথা শুনে বেশ আতঙ্কিত হয়ে পড়ে অপরাধীরা। শেষ পর্যন্ত কি ধরা পড়বে পরাগ-পলাশদের কুকীর্তির কথা? নাকি আবারো বুদ্ধি খাটিয়ে বেঁচে যাবে তারা?