• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাস-দীপাকে তুড়ি মেরে উড়িয়ে বেঙ্গল টপার, TRP তে প্রথম হয়ে কি বলল পর্দার ‘শিমুল’ মানালি?

Published on:

Kar Kache Koi Moner Kotha Shimul actress Manali Dey reacts after first in Target Rating Point list

অনেকেই মনে করেন, বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই শাশুড়ি-বৌমার কোন্দলের একঘেয়ে কাহিনী। একটা সময় হয়তো এই কথাটা ঠিক ছিল, তবে এখন ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে আমূল পরিবর্তন। টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) পাওয়ার জন্য আচমকাই মোর নিচ্ছে গল্প। প্রায় প্রত্যেক মাসেই শুরু হচ্ছে নতুন নতুন সিরিয়াল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে গল্প বলার চেষ্টা করছেন চিত্রনাট্যকারেরা।

কয়েকমাস আগেই যেমন পথচলা শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটির। মানালি দে অভিনীত এই সিরিয়ালের শুরুতে শাশুড়ি-বৌমার কোন্দলের কাহিনী দেখতে পাচ্ছিলেন দর্শকরা। তবে আস্তে আস্তে প্লট বদলেছে। একসময় শিমুলকে (Shimul) দু’চোখে সহ্য করতে পারতো না তার শাশুড়ি, এখন তাকে ছাড়াই এক মুহূর্ত চলে না মধুবালার (Madhubala)

Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

শাশুড়ি-বৌমার বন্ধুত্বের এই গল্প দর্শকদেরও ভালোলাগছে দেখতে। টিআরপি (TRP) তালিকায় দেখলেই বেশ বোঝা যাচ্ছে সেকথা। চলতি সপ্তাহেই যেমন অতীতের সকল রেকর্ড ভেঙে বেঙ্গল টপার হয়েছে ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের এই প্রাপ্তিতে বেজায় খুশি নায়িকা।

আরও পড়ুনঃ হয়েও হল না মিল, সূর্যকে ডিভোর্স দিতেই অন্য পুরুষের এন্ট্রি দীপার জীবনে! ফাঁস তোলপাড় করা নতুন ট্র্যাক

বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ পাওয়ার পরেই এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় মানালি দে (Manali Dey) এর সঙ্গে। অভিনেত্রী বলেন, ‘ভালো নম্বর পেলে অবশ্যই ভালোলাগে। আমাদের সম্পূর্ণ টিম নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করি। নম্বর যদি ভালো আসে তাহলে কাজ করার উদ্দীপনাটাও বেড়ে যায়’।

আরও পড়ুনঃ টলিউডেও রয়েছে স্বজনপোষণ! ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে বিস্ফোরক ‘কার কাছে কই মনের কথা’র বিপাশা

Manali Dey talks about Kar Kache Koi Moner Kotha becoming TRP topper

মানালির সংযোজন, ‘আবার টিআরপি তালিকায় নাম না তুলতে পারলে মনে হয় কীভাবে সেখানে নাম লেখানো যায়। আমাদের এই গল্পটা একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গেই এই গল্প সামাজিক বার্তা দেওয়ার চেষ্টাও করছে। আমাদের একটাই লক্ষ্য, ভালো কাজ করে এগিয়ে যাওয়া’।

গত কয়েক মাস ধরে বেঙ্গল টপারের আসন ধরে রেখেছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে সূর্য-দীপার সিরিয়ালকে সিংহাসনচ্যুত করে টপার হয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এবার দেখা যাক, আগামী সপ্তাহে বাজিমাত করে কোন ধারাবাহিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥