• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হয়েও হল না মিল, সূর্যকে ডিভোর্স দিতেই অন্য পুরুষের এন্ট্রি দীপার জীবনে! ফাঁস তোলপাড় করা নতুন ট্র্যাক

Updated on:

Anurager Chhowa Surja Deepa Divorce new hero entry Promo viral

চমকের পর চমক দিচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি। খুব বেশিদিন হয়নি যাবতীয় দূরত্ব ঘুচিয়ে ফের এক হয়েছে সূর্য-দীপা। তবে মিশকার প্রেগন্যান্সির সৌজন্যে ফের নতুন ঝড় উঠেছে তাদের জীবনে। প্রিয় বান্ধবীর কুৎসিত চেহারা এখন জেনে গিয়েছে সূর্য। এসবের মাঝেই ধারাবাহিকে (Bengali Serial) আসতে চলেছে সূর্য-দীপার ডিভোর্সের ট্র্যাক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই প্রোমো।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকা (Mishka) এখন সেনগুপ্ত বাড়িতেই থাকে। সূর্য-দীপার চোখের সামনে থেকে তাদের জীবন তছনছ করার পরিকল্পনা করে যাচ্ছে সে। রোজকার নাটকে বিরক্ত হয়ে সূর্য (Surjya) এখন ঠিক করেছে সে দেশ ছেড়ে চলে যাবে। দর্শকরা ভেবেছিলেন, বিদেশে গিয়ে হয়তো একটু শান্তি পাবে সূর্য-দীপা (Deepa)। তবে নতুন প্রোমোয় (Promo) দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য।

Anurager Chhowa promo Surjya Deepa divorce

বৃহস্পতিবার স্টার জলসার তরফ থেকে ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাকের প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সূর্য-দীপাকে ডিভোর্স পেপার এনে দিচ্ছে লাবণ্য সেনগুপ্ত। সূর্যর সামনে বিবাহবিচ্ছেদের কাগজ রেখে লাবণ্য বলে, সবার ভালোর জন্য তোমাকে আর সূর্যকে আলাদা হতে হবে দীপা। সেকথা শুনে দীপা সূর্যকে জিজ্ঞেস করে, আপনারও কি এই মত ডাক্তারবাবু?

আরও পড়ুনঃ শালিনী অতীত! অবশেষে কাছাকাছি ফুলকি-রোহিত, ফাটাফাটি প্রোমো আসতেই উচ্ছসিত দর্শকেরা

তখন ছলছল চোখে সূর্য পাল্টা দীপাকে জিজ্ঞেস করে, আমাদের কাছে কি আর কোনও উপায় আছে দীপা? একথা বলে সে ডিভোর্সের কাগজে সই করে দেয়। স্বামীর কথা শুনে দীপা আক্ষেপের সুরে বলে, ঠিকই তো সব খারাপের দায় তো আমাকেই নিতে হবে।

আরও পড়ুনঃ TRP কমতেই টাটা! ‘অনুরাগের ছোঁয়া’ ছেড়ে ‘আলোর কোলে’তে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় খলনায়িকা

Anurager Chhowa new promo, Arjun Chakraborty in Anurager Chhowa

এরপরেই দেখা যায়, পার্টিতে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে স্যুট-বুট পরা একটি ছেলে। এরপর গিটার বাজানো থামিয়ে সে জিজ্ঞেস করে, আমাদের দীপা কোথায়? ও আসবে তো রিইউনিয়নে? নাহলে এই ডুয়েট সম্পূর্ণ হবে কী করে!

‘অনুরাগের ছোঁয়া’য় দীপার নতুন নায়ক হিসেবে হাজির হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা অর্জুন চক্রবর্তী। একটা সময় টেলিভিশনে চুটিয়ে কাজ করলেও, দীর্ঘ সময় ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। ‘অনুরাগের ছোঁয়া’র হাত ধরে ফের টেলি দুনিয়ায় কামব্যাক করলেন তিনি। এবার দেখা যাক, তাঁর এন্ট্রিতে কীভাবে পাল্টায় সূর্য-দীপার সম্পর্কের সমীকরণ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥