বিনোদনভিডিওসিরিয়াল

প্রাক্তন প্রেমিকের কথা জানতেই আবার অপমানিত শিমুল! পরাগ-পলাশের ওপর ক্ষুদ্ধ দর্শকেরা

শিমুলের প্রেমিকের কথা জেনে গেল পরাগ! চরম বিপদের মুখে শিমুল, ধারাবাহিকে আসছে দুর্ধর্ষ পর্ব

নিত্যনতুন চমক দেওয়ায় জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের জুড়ি মেলা ভাড়। রোজ সিরিয়ালের (Bengali Serial) গল্পে কোনও না কোনও টুইস্ট আসছে। আর তা দেখেই বাড়ছে দর্শকদের উত্তেজনা। সম্প্রতি যেমন দেখানো হয়েছে, মধুবালার তীর্থে যাওয়ার জন্য নিজের গয়না বন্ধক রেখেছে শিমুল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিমুলের প্রাক্তন প্রেমিককে নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধতে চলেছে পরাগদের বাড়িতে।

বিয়ের পর শ্বশুরবাড়ি এসে থেকে একের পর এক অশান্তি ভোগ করে চলেছে শিমুল (Shimul)। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। হাবাগোবা ননদ পুতুল (Putul) ছাড়া শ্বশুরবাড়িতে আর কাউকে পাশে পায়নি সে। শাশুড়ি, স্বামী, দেওর, সবার কাছে রোজ অপমানিত হতে হয় তাকে। এবার যেমন প্রাক্তন প্রেমিককে নিয়ে নোংরা কথা শুনতে হবে শিমুলকে।

Kar Kache Koi Moner Kotha, Shimul and Shatadru

সবেমাত্র সুচরিতা, বিপাশাদের সঙ্গে সমুদ্র থেকে ঘুরে এসেছে শিমুল। কিন্তু শ্বশুরবাড়ি ফিরতেই ফের শুরু হয়ে গিয়েছে জ্বালা-যন্ত্রণা। বেড়াতে গিয়ে পুতুল আহত হওয়ায় পরাগ (Parag) এবং তার মা শিমুলকে ‘খুনি’ তকমা অবধি দিয়েছে। তা সত্ত্বেও শাশুড়ির তীর্থে যাওয়ার টাকা জোগাড় করার জন্য নিজের গয়না বন্ধক দিয়ে এসেছে সে।

আরও পড়ুনঃ বিয়েটা এখন ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে! এযুগের ঠুনকো সম্পর্ক নিয়ে বিস্ফোরক মধুবনী

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

আরও পড়ুনঃ বিয়েতে ফটোগ্রাফার থেকে পর্দার হিরো, ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রামের কাহিনী সত্যিই প্রশংসনীয়

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে, শিমুল না চাওয়া সত্ত্বেও তার বান্ধবী তাকে সুচরিতাদের বাড়ি নিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায় শিমুলের। এদিকে পরাগ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখে শিমুল বাড়ি নেই। ব্যস, শুরু হয়ে যার তার চোটপাট। শিমুল কোথায় যেতে পারে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় বন্দ্যোপাধ্যায় বাড়িতে।

এদিকে পরাগ রেগে গিয়েছে দেখে আগুনে ঘি ঢালার কাজ করে পলাশ। সে বলে, শিমুলের একজন প্রেমিক ছিল সে সেটা জানতে পেরেছে। লুকিয়ে লুকিয়ে হয়তো তার সঙ্গেই দেখা করতে যায়। একথা শুনে পরাগের কাকিমা ধমক দেয়। কিন্তু ততক্ষণে পরাগ এবং মধুবালার মাথা খারাপ হয়ে গিয়েছে। প্রাক্তন প্রেমিক শতদ্রুর কথা জানাজানি হওয়ার পর নতুন কোন বিপদের মুখে পড়বে শিমুল? আপাতত এই প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে।

Back to top button