• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েতে ফটোগ্রাফার থেকে পর্দার হিরো, ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রামের কাহিনী সত্যিই প্রশংসনীয়

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য শুরু হয়েছে ‘তোমাদের রানী’র (Tomader Rani) পথচলা। রানী এবং দুর্জয়ের (Durjoy) কাহিনী ইতিমধ্যেই স্থান করে নিয়েছে দর্শকমনে। নবাগতা অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং অভিনেত্রী অভিকা মালাকারের সাবলীল অভিনয় প্রশংসিত হতে শুরু করে দিয়েছে। রগচটা ডাক্তার দুর্জয়ের সঙ্গে অনেকে আবার ‘কবীর সিং’য়ের তুলনাও করছেন।

গর্ভবতী রানীর ডাক্তার হওয়ার সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘তোমাদের রানী’ ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রোমোতেই দেখা গিয়েছিল, গর্ভে সন্তান নিয়ে রানী ডাক্তারি পরীক্ষায় বসতে চাইলে দুর্জয় তার বিরোধিতা করে। সিরিয়ালে এখনও নায়ক-নায়িকার বিয়ে দেখানো হয়নি। তবে দুর্জয়ের রগচটা স্বভাব এখনই দেখে ফেলেছেন দর্শকরা।

   

Tomader Rani Durjoy, Arkaprovo Roy

সিরিয়ালের পর্দায় রাগী চরিত্রে অভিনয় করলেও অর্কপ্রভ বাস্তবে কেমন তা জানার কৌতুহল অনেকের মধ্যেই রয়েছে। আজকের প্রতিবেদনে তাই অভিনেতার সম্বন্ধে একাধিক অজানা তথ্য তুলে ধরব আমরা। ‘তোমাদের রানী’ নায়ক পর্দায় যতই রাগ দেখাক না কেন, বাস্তব জীবনে কিন্তু বেশ হাসিখুশি স্বভাবের। একাধিক পেশায় কাজ করার পর এখন স্টার জলসায় নায়ক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে।

আরও পড়ুনঃ মিঠাইয়ের থেকে টুকেই বাড়বে TRP! ‘ফুলকি’র নতুন প্রোমো আসতেই কটাক্ষ দর্শকদের

Tomader Rani Durjoy, Arkaprovo Roy

আরও পড়ুনঃ ছোটপর্দা থেকে বড়পর্দায় সুযোগ, জগদ্ধাত্রী ছাড়লেন নায়িকা! মাথায় হাত ভক্তদের

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় অর্কপ্রভ বলেন, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করার পর কেরিয়ারের শুরুর দিকে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর ২০০৯ সালে প্রথম ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান। এছাড়া মুম্বইয়ে সহকারী পরিচালক হিসেবে প্রায় সাড়ে চার বছর কাজ করেছেন এই অভিনেতা। ‘পিচার্স ২‘, ‘আশ্রম ৩’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Tomader Rani Durjoy, Arkaprovo Roy

একটা সময় ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন অর্কপ্রভ। তবে এই লড়াইকে ‘জীবন সংগ্রাম’ নয়, বরং জীবনের সফর হিসেবে দেখেন তিনি। অভিনেতার পরিবারও এই সফরে সবসময় তাঁর পাশে থেকেছে। অর্কপ্রভর পিতা পারকাসন এবং তবলা বাজান। অপরদিকে তাঁর মা শ্রুতিনাটক করতেন।

‘তোমাদের রানী’ নায়ক জানান, তাঁর জীবনে আরও বেশ কিছু স্বপ্ন রয়েছে। আগামী দিনে যদি সুযোগ পান তাহলে পরিচালনা এবং প্রযোজনার কাজেও হাত পাকাতে চান তিনি। তবে এখন অর্কপ্রভর মূল ফোকাস হল ‘তোমাদের রানী’। সেই কাজেই সম্পূর্ণ মনোনিবেশ করতে চান অভিনেতা।

site