• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েটা এখন ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে! এযুগের ঠুনকো সম্পর্ক নিয়ে বিস্ফোরক মধুবনী

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,মধুবনী গোস্বামী,Madhubani Goswami,রাজা গোস্বামী,Raja Goswami,সম্পর্ক,Relationship,বিয়ে,Marriage,ডিভোর্স,Divorce

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডটকম’-এ তোড়া চরিত্রে অভিনয় করেই একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এই ধারাবাহিকের প্রধান নায়ক ওম অর্থাৎ অভিনেতা রাজা গোস্বামীর (Raja Goswami) সাথে তাঁর পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এখন একমাত্র ছেলে কেশবকে নিয়েই এখন ভরা সংসার তাঁদের। ছেলে হওয়ার পর এতদিন পর্যন্ত অভিনয় থেকে দূরেই ছিলেন মধুবনী। আজ থেকে ৪ বছর আগে ২০১৯ সালে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তবে অতি সম্প্রতি সান বাংলার পর্দায় শুরু হয়েছে ভক্তিমূলক নতুন সিরিয়াল ‘শ্যামা’।এই ধারাবাহিকেই মা কালীর চরিত্রের হাত ধরে আরও একবার বাংলা টেলিভিশনের জগতে কামব্যাক করেছেন মধুবনী।

Raja Goswami and Madhubani Goswami

অন্যদিকে তার স্বামী রাজা গোস্বামীও এখন অভিনয় করছে একটি বাংলা সিরিয়ালে প্রধান নায়কের চরিত্রে। সম্প্রতি টলি টলি টাইম নামে একটি ইউটিউব চ্যানেলের সাথে খোলামেলা সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন মধুবনী। সেখানে তাঁর কাছে এখনকার দিনের সম্পর্ক ভাঙার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। জবাবে এদিন মধুবনী বলেছেন ‘এখনকার দিনে বিয়েটা ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুনঃ মিঠাইয়ের থেকে টুকেই বাড়বে TRP! ‘ফুলকি’র নতুন প্রোমো আসতেই কটাক্ষ দর্শকদের

অভিনেত্রী এদিন জানিয়েছেন সম্পর্ক যদি একটা বাড়ি হয় তাহলে বিশ্বাস, ভালোবাসা, সম্পর্কে সৎ থাকা, এবং ভালোবাসার মানুষটাকে শ্রদ্ধা করা সেই বাড়ির চারটি ভীত। সেইসাথে অভিনেত্রী এদিন জানিয়েছেন এখনকার দিনে মানুষের সম্পর্ক বড়ই ক্ষণস্থায়ী। মধুবনীর কথায় ‘আজ এ -একে  বিয়ে করছে, তো কাল তাকে বিয়ে করছে।’

আরও পড়ুনঃ খালি গলায় কিশোর কুমারের গান, খরাজ মুখার্জীর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

তাই এই ধরনের সম্পর্ক গুলো নিয়ে নাকি অভিনেত্রী এবং তার স্বামী রাজা গোস্বামী নিজেদের মধ্যে হাসাহাসি করেন। তাই এপ্রসঙ্গে অভিনেত্রীর সাফ বক্তব্য ‘সম্পর্কের মর্যাদা দিতে না পারলে, কারও  বিয়ে করা উচিত নয়। কারণ বিয়ে এমন এক ধরনের কমিটমেন্ট যা নিয়ে এইভাবে ছেলে খেলা করা একেবারেই উচিত নয়’। তাই যদি কারো মনে হয় আজ একজনকে ভালো লাগছে তো কাল অন্য আরেকজনকে ভালো লাগবে তাদের উদ্দেশ্যে অভিনেত্রীর পরামর্শ ‘তোমরা সম্পর্কের মর্যাদা দিতে না পারলে বিয়ে করোনা, তবে তোমরা লিভিং তো করতেই পারো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥