• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাসকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে কৌশিকী! ফাঁস ‘জগদ্ধাত্রী’র টানটান উত্তেজনার পর্বের ভিডিও

বাংলা সিরিয়ালের একঘেয়ে পরকীয়া-কুটকচালি থেকে বেরিয়ে গোয়েন্দাকাহিনী নিয়ে শুরু হয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকটি। শুরু থেকেই টিআরপি তালিকায় রাজত্ব করছে এই সিরিয়াল। চলতি সপ্তাহেও আদায় করে নিয়েছে বেঙ্গল টপারের শিরোপা। সেই সিংহাসন ধরে রাখতে এবার হাইভল্টেজ টুইস্ট আনছেন নির্মাতারা।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস একজন অফিসার। দুষ্টের দমন শিষ্টের পালন করতে সর্বদা সচেষ্ট থাকে সে। রোজই তার কাছে কোনও না কোনও কেস আসে। তুখোড় বুদ্ধি আর ধুন্ধুমার অ্যাকশনের মাধ্যমে সে সকল কেস সলভ করে জ্যাস।

   

Jagaddhatri, Ankita Mallick on decreasing number of Bengali serial

তবে এই দুষ্টের দমন শিষ্টের পালন করতে গিয়ে জগদ্ধাত্রীর ঘরে-বাইরে প্রচুর শত্রুও হয়েছে। একাধিকবার তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে তারা। এবার ফের একবার বিপদে মুখে পড়তে চলেছে সে। তবে জ্যাস (Jass Sanyal) একা নয়, এবার গুলি লেগে আহত হবে কৌশিকীও (Koushiki)

আরও পড়ুনঃ সন্তানসুখে সমৃদ্ধ হয়েছে পরিবার, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন টলিপাড়ার এই ৪ তারকাজুটি

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র হলেন কৌশিকী। পার্শ্বচরিত্র হলেও দর্শকমহলে তার জনপ্রিয়তা দেখার মতো। স্বাভাবিকভাবেই তাই কৌশিকীর গুলি লেগেছে দেখে চিন্তায় পড়ে গিয়েছেন প্রচুর দর্শক।

Jagaddhatri serial Koushiki gets shot

শুক্রবার জি বাংলার তরফ থেকে ‘জগদ্ধাত্রী’র নতুন প্রোমো শেয়ার করা হয়। সেখানে দেখা যাচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে ফোন নিয়ে ঘাঁটছে জগদ্ধাত্রী। সেই সময় দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন তার দিকে বন্দুক তাক করে। সেটা দেখতে পায় কৌশিকী। জ্যাসকে বাঁচাতে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে সে।

আরও পড়ুনঃ অহংকারই পতনের মূল! সূর্যর মুখে টাকা ছুঁড়ে মেয়েদের ছিনিয়ে নিল দীপা, ফাঁস তুলকালাম পর্ব

জ্যাসকে ঠেলে সরিয়ে দিলেও গুলি লাগে কৌশিকীর। মাটিতে লুটিয়ে পড়ে সে। তা দেখে চিৎকার করে ছুটে আসে জ্যাস। তখনই কেউ একটা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তাতে জ্ঞান হারায় জগদ্ধাত্রীর। চোখ খুলে দেখে হাত-পা বাঁধা অবস্থায় কোনও এক ঘরে পড়ে আছে সে। কে খুন করার চেষ্টা করছিল জগদ্ধাত্রীকে? কিডন্যাপই বা কেন করা হল তাকে? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।