• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অহংকারই পতনের মূল! সূর্যর মুখে টাকা ছুঁড়ে মেয়েদের ছিনিয়ে নিল দীপা, ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa returns Surjya’s money

মিশকার সান্নিধ্যে থাকতে থাকতে একেবারে তার মতোই হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য। নিজের স্বার্থসিদ্ধির জন্য দীপার চরম ক্ষতি করতেও পিছপা হয় না সে। দীপা যাতে এক সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করতে না পারে সেই জন্য সে অনুষ্ঠান বাড়ির গেট ভেঙে দিয়ে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও দীপার জয় আটকাতে পারলো না।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সোনা-রূপার কাস্টডির জন্য লড়াই করছে সূর্য-দীপা। মিশকার ছেলের পর দুই মেয়েকেও নিজের কাছে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে সূর্য। তবে দীপা এবার নিজের অধিকার ছাড়তে নারাজ। সেই জন্য সে সূর্যকে চ্যালেঞ্জ করে বলে, এক সপ্তাহের মধ্যে যদি সূর্যর যাবতীয় টাকা ফেরত না দিতে পারে, তাহলে নিজের হাতে মেয়েদের সেনগুপ্ত বাড়ি রেখে দিয়ে যাবে।

Anurager Chhowa Deepa dance competition

সূর্যর টাকা জোগাড় করতে একটি নাচের প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল দীপা (Deepa)। সেই সঙ্গেই একটি অনুষ্ঠানবাড়ি সাজানোর দায়িত্ব নেয়। সূর্য (Surjya) সেকথা জানতে পেরে অনুষ্ঠানবাড়ির গেট ভেঙে দিয়ে চলে আসে। কিন্তু তা সত্ত্বেও দীপাকে আটকাতে পারে না সে।

আরও পড়ুনঃ পাপের ফল! চুরির দায়ে গ্রেফতার পরাগ-প্রিয়াঙ্কা, আগাম পর্ব ফাঁস হতেই সাবাশ শিমুল বলছে নেটপাড়া

গত পর্বেই দেখানো হয়েছে, ভিক্টর এবং দীপা যৌথভাবে নাচের প্রতিযোগিতায় জয়ী হয়েছে। যে কারণে দু’জনেই দেড় লাখ টাকা করে পুরস্কার পায়। অন্যদিকে অনুষ্ঠানবাড়ির কাজ সম্পূর্ণ করে এক লাখ টাকা পায় দীপা। জমানো আর পাওনা টাকা মিলিয়ে আরও এক লাখ দশ হাজার টাকা জোগাড় করে সে।

Anurager Chhowa Deepa returns Surjya's money

আজকের পর্বে দেখতে পাবেন, সূর্যর টাকা জোগাড় করে সেনগুপ্ত বাড়িতে আসে দীপা। সেকথা শুনে ভীষণ খুশি হয় সূর্য। সে ভাবে, টাকা জোগাড় করতে পারেনি সেটা হয়তো বলতে এসেছে দীপা। কিন্তু বাইরে এসে দেখে দীপা টাকা নিয়ে হাজির।

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে চোখে সর্ষে ফুল দীপার! ফুলকি না জগদ্ধাত্রী বাংলার সেরা কে? রইল ওলটপালট TRP তালিকা

এক সপ্তাহের মধ্যে দীপা এত টাকা জোগাড় করে ফেলেছে দেখে অবাক হয়ে যায় সূর্য। তবে বারবার টাকার খোঁটা দেওয়ার সূর্যকে দীপা যেভাবে উপযুক্ত শিক্ষা দিয়েছে তা দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা। এভাবেই দীপা এগিয়ে যাক এই কথাই বলছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥