• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইউনিফর্ম ছেড়ে ছেঁড়া জিন্স আর ক্রপ টপে ঝড় তুলল জগদ্ধাত্রী! কায়দা দেখে বেহুঁশ নেটপাড়া

Published on:

Zee Bangla Jagaddhatri Serial Ankita Mallick Viral Reel Video

Zee Bangla Jagaddhatri Serial Ankita Mallick Viral Reel Video: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল (Bengali Mega Serial) ‘জগদ্ধাত্রী’তে (Jagadhatri) এই মুহূর্তে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। প্রথম সিরিয়ালেই অঙ্কিতার তুখোড় অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দায় কখনও জ্যাস কখনও জগদ্ধাত্রী রূপে দাপিয়ে বেড়াচ্ছেন অঙ্কিতা। যার ছাপ পড়ছে সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকাতেও।

একটানা বেশ কিছুদিন বেঙ্গল টপার হওয়ার পর এখন টি আর পি তালিকায়  দ্বিতীয় স্থানেই পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে পর্দার জ্যাস। তাই প্রতিদিন সন্ধ্যা সাতটা বাজতেই সবাই হাতের কাজ ছেড়ে বসে যান জগদ্ধাত্রী দেখার জন্য। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এখন প্রত্যেকটি পর্বেই থাকছে টানটান উত্তেজনা। যা থেকে এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারেন না দর্শক।

Jagadhatri Jass Ankita Mallick Unknown facts

সিরিয়ালের জগদ্ধাত্রী কিন্তু বাস্তবে দারুণ কুল। সিরিয়ালে ইউনিফর্ম পরে জ্যাস সান্যাল হয়ে সারাক্ষণ গুন্ডা বদমাশদের সাথে লড়াই করে অঙ্কিতা। আবার কখনো বাড়ি এসে শাড়ি পরে  জগদ্ধাত্রী সেজে চুটিয়ে সংসার করে। পর্দার এই দ্বৈত চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন অঙ্কিতা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,বোল্ড লুক,Bold Look,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,TRP,Target Rating Point,Jagaddhatri Serial Cast,TV Serial,Bengali Mega

 

তবে অভিনয় আসার আগে মডেলিং করতেন  অঙ্কিতা। এখনও সেই ঝলক চোখে পড়ে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া খুললেই। সম্প্রতি তেমনই  ফাটা জিন্স আর ক্রপটপ পরে সোশ্যাল মিডিয়ার একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। যা নিমেষের  মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ স্বামী হওয়ার যোগ্য নয়! মেঘের ক্ষতি করে এবার দর্শকদের চোখে ভিলেন ‘ইচ্ছে পুতুল’র নীল

আরও পড়ুনঃ বাইরে দজ্জাল হলেও, ভিতরে রোম্যান্টিক! বরের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল ‘বাবুউউ’র মা

তবে জগদ্ধাত্রীদের এই নতুন রূপ দেখে প্রশংসার পাশাপাশিই উড়ে এলো বেশ কিছু কটাক্ষ। ভিডিও দেখেই কটাক্ষ করে একজন লিখেছেন ‘বেশি মডার্ন হওয়া ভালো না। ট্রাডিশনাল পোশাকই উত্তম।’ তবে ভিডিওতে কিন্তু প্রশংসার অভাব নেই। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর এই রূপের প্রশংসা করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥