• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী হওয়ার যোগ্য নয়! মেঘের ক্ষতি করে এবার দর্শকদের চোখে ভিলেন ‘ইচ্ছে পুতুল’র নীল

Published on:

Ichheputul serial Neel again insult Megh audience got angry

Icche Putul Serial Episode Update: বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে এখন জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichcheputul) সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। সিরিয়ালটি যারা শুরু থেকেই দেখছেন তারা জানেন এই ধারাবাহিকে নায়িকা মেঘের  শত্রু তার নিজের দিদি ময়ূরী (Mayuri)। এখন এই সিরিয়ালের নায়ক নায়িকা মেঘ আর নীলের (Megh-Neel) মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝির পাহাড়। মেঘের দিদি ময়ূরীর  চক্রান্তে একেবারে ভেসে যাচ্ছে মেঘের জীবন।

তাই মেঘের জীবনে আলাদা করে আর শত্রুর প্রয়োজন ছিল না। খুব ছোট থেকেই দিদির চক্রান্তে একের পর এক সমস্যার পাহাড় তৈরি হয়েছে মেঘের জীবনে। যদিও এখন মেঘ আর আগের মত মুখচোরা থাকে না বরং অন্যায়ের বিরুদ্ধে পাল্টা গর্জে ওঠে মেঘ।  কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে মেঘ আর নীলের ভুল বোঝাবুঝি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Neel,খারাপ ব্যবহার,Bad Behaviour,ভিলেন,Villain,দর্শক,Audience,ক্ষোভ,Anger

কারণ তাদের বিয়ের পর থেকে এতদিন  ময়ূরী যতবার মেঘকে বিপদে ফেলার চেষ্টা করেছেন নীল মেঘের পাশে থাকার পরিবর্তে উল্টে তাকেই ভুল বুঝেছে। যার জন্য ইতিমধ্যেই দর্শকরা তাকে ‘স্পাইনলেস’-এর তকমা দিয়েছে। সবাই দাবি করেছে মেঘের স্বামী হওয়ার কোন যোগ্যতা নেই নীলের।

কলেজের একজন প্রফেসর হয়েও মেঘের প্রতি নীলের এই ব্যবহার কিছুতেই মানতে পারছেন না দর্শক। গত পর্বে দেখা গিয়েছে কলেজের অধ্যাপক হয় সমস্ত ছাত্রছাত্রীদের সামনেই  মেঘকে যাচ্ছেতাই ভাবে অপমান করেছিল নীল। এখানেই শেষ নয় ডিভোর্স দেওয়ার কথা উঠতেই মেঘের উদ্যেশ্যে কুরুচিকর ইঙ্গিত করে নীল প্রশ্ন করে ‘এত তাড়া কীসের? অন্য কোথাও নতুন সম্পর্ক তৈরি হয়েছে নাকি?’

আরও পড়ুনঃ দীপার সিঁথিতে সিঁদুর দিল সূর্য, বন্ধুক নিয়ে হাজির মিশকা! টিভির আগেই ফাঁস সুপার ধামাকা পর্ব

আরও পড়ুনঃ বাস্তবেও এমন শ্বাশুড়ী হয়! ‘কার কাছে কই মনের কথা’ লেখিকার সাহস আছে বলে কুর্নিশ নেটিজেনদের

শুধু তাই নয়, সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে মেঘের গান গাওয়ার ফর্ম নিজের হাতে করে ছিঁড়ে দেবে নীল। অথচ একসময় এই নীলই  গান গাওয়ার জন্য মেঘকে উৎসাহ দিত। তাই নীলের চরিত্রের এমন বদল দেখে দর্শকদের চোখে নায়ক থেকে খলনায়ক হয়ে উঠেছে সে নিজেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥