• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাইরে দজ্জাল হলেও, ভিতরে রোম্যান্টিক! বরের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল ‘বাবুউউ’র মা

Neem Phooler Madhu Krishna Sweet Moments: জি বাংলার (Zee Bangla) পর্দা সম্প্রচারিত দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই সিরিয়ালটি এখন দর্শকমহলে চর্চায় রয়েছে।  সিরিয়ালের নায়ক সৃজন অভিনেতা রুবেল দাস অসুস্থতার কারণে কিছুদিন আগেই সিরিয়ালের শুটিং করতে গিয়ে পায়ে বড়সড় চোট পেয়েছিলেন। সেই থেকে এখন তিনি বাড়িতে বসে শুটিং করছেন।

তবে প্রধান নায়ক ছাড়া শুটিং হলেও সিরিয়ালের টিআরপি তালিকায় কিন্তু বিন্দুমাত্র প্রভাব পড়েনি। চলতি সপ্তাহেই  টিআরপি তালিকায় দুর্দান্ত রেজাল্ট করে প্রথম পাঁচে উঠে এসেছে নিম ফুলের মধু। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানের এই মুহূর্তে নিম ফুলের মধুতে চলছে একের পর এক ধামাকা সব পর্ব। সৃজনের অনুপস্থিতিতে এখন ময়দানে নেমেছে দত্ত বাড়ির মহিলা বাহিনী।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,বাবুর মা,Babur Ma,কৃষ্ণা,Krishna,বাবুর বাবা,Babur Baba,রোম্যান্স,Romance

তাই তাদের সবাইকে সঙ্গে নিয়েই সৃজনের শাড়ির ব্যবসা সামলানোর পাশাপাশি বাড়িতেই  অসাধারণ ফ্যাশন শোয়ের  আয়োজন করেছে পর্ণা। বাঙালিয়ানায় মোড়া খুব সুন্দর অথচ সাধারণ এক ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন অভিনেত্রী। যা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

এসবের মধ্যেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই সিরিয়ালের নায়ক সৃজন অর্থাৎ বাবুর মা আর তার বাবার মিষ্টির রোমান্স। গতকালের পর্বে দেখা গিয়েছে বর্ষা তার মা অর্থাৎ কৃষ্ণাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু তাকে কপালে একটা টিপ পরাতে ভুলে গেছিল।

আরও পড়ুনঃ দর্শকের ভালোবাসায় ৪০০ পর্ব পার, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের জমজমাট সেলিব্রেশনের ভিডিও

আরও পড়ুনঃ নিখিল-যশ দুজনেই অতীত! তৃতীয়বার ‘বিয়ে’র পিঁড়িতে নুসরত, গুঞ্জনে ‘ম ম’ করছে নেটপাড়া

ঠিক তখনই বাবুর বাবা এসে কৃষ্ণাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেছেন এবার থেকে রাগ কম করতে। আর একটু বেশি সাজগোজ করে থাকতে। স্বামীর মুখে একথা তা শুনে পর্ণার দজ্জাল  শাশুড়িও খুশিতে একেবারে ডগমগ হয়ে যায়। যা দেখে দর্শকরা নিজেদের মধ্যেই বলছেন পর্ণার  শাশুড়ি বাইরে থেকে যতটা দজ্জাল দেখতে ভিতর থেকে আসলে তিনি ততটাও খারাপ নন।