• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের ভালোবাসায় ৫০০ পর্ব পার, কেক কেটে গ্র্যান্ড সেলিব্রেশনে মাতল টিম জগদ্বাত্রী, রইল ভিডিও

জি বাংলার (Zee Bangla) হিট সিরিয়ালের কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এর কথা। জ্যাস চরিত্রে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) ও স্বয়ম্ভূ চরিত্রে সৌম্যদ্বীপ মুখোপাধ্যায়ের (Soumyadeep Mukherjee) জুটি দারুণ পছন্দ দর্শকদের। তাছাড়া অ্যাকশন থেকে ড্রামা ও রোম্যান্স ভরপুর এই মেগা বর্তমানে বেঙ্গল টপার। সদ্য প্রকাশিত টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকাতেও সবার প্রথমেই দেখা যাচ্ছে জগদ্ধাত্রীর নাম।

২৯শে অগাস্ট ২০২২ এ শুরু হয়েছিল জগদ্ধাত্রী এর সম্প্রচার। আজ দেখতে দেখতে প্রায় দেড় বছর পেরিয়ে গিয়েছে। যেখানে নতুন সিরিয়াল আসছে আর কয়েক মাসের মধ্যেই শেষ হচ্ছে সেখানে ৫০০ পর্ব কমপ্লিট করে ফেললো জগদ্ধাত্রী। দর্শকদের থেকে এত ভালোবাসা পেয়ে আপ্লুত জ্যাস-স্বয়ম্ভু থেকে শুরু করে গোটা সিরিয়ালের টিম।

   

Bengali serial Jagaddhatri actress Ankita Mallick shares new bride look on her Instagram

গতকাল TRP লিস্ট প্রকাশ্যে আসতেই শুটিং ফ্লোরে ডাবল সেলিব্রেশন শুরু হয়। একদিকে যেমন ২৩ বার বেঙ্গল টপার হল জগদ্ধাত্রী তেমনি কমপ্লিট হল ৫০০তম পর্ব। তাই ধুমধাম করে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের ভিডিও নেটপাড়ায় দেখা গিয়েছে ও ভাইরাল হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ ভেঙেও মচকাবে না! ধরা পরে প্রমাণ নষ্ট করতে মরিয়া ময়ূরী, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধুন্ধুমার পর্ব

জগদ্ধাত্রী সিরিয়ালের ৫০০ তম পর্বের সেলিব্রেশন : Jagaddhatri Srial 500th Episode Celebration

ভিডিওতে দেখা যাচ্ছে বড় করে বানানো হয়েছে জয়তু জগদ্ধাত্রীর ব্যানার। প্যান্ডেল খাটিয়ে আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়ারও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ম্ভূ, জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জী,উৎসব,মেহেন্দি,মেনন,ছোট্ট কাঁকন থেকে দিব্যা সেন অতিনেতা অভিনেত্রীরা। এছাড়াও সিরিয়ালের পরিচালক প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীও হাজির ছিলেন সেলিব্রেশনে।

আরও পড়ুনঃ লোপ পেয়েছে মনুষত্ব, প্রথমবার সূর্যের গায়ে হাত তুলল দীপা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

এদিন একটি ফুলের তৈরী একটি ৫০০ পর্বের মেমেন্টো তৈরী করা হয়েছিল। এছাড়াও একটি তিন তোলা কেক আনা হয়েছিল। যেটা জগদ্ধাত্রীর কলাকুশলীরা মিলে কেটেছেন। ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।