• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোপ পেয়েছে মনুষত্ব, প্রথমবার সূর্যের গায়ে হাত তুলল দীপা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

একসময় ষ্টার জলসার (Star Jalsha) সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ছিল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সূর্য-দীপার কাহিনী দেখার জন্য অপেক্ষায় থাকত দর্শকেরা। তবে সেই দিন পাল্টেছে, গল্পের ট্র্যাক পাল্টাতেই কমেছে জনপ্রিয়তা। টিআরপি তালিকাতেই সেটা স্পষ্ট, তবে এখনও অনেকেই অনুরাগের ছোঁয়া দেখেন। আর তাদের জন্য একেরপর এক ধামাকাদার পর চলছে প্রতিদিন। যত দিন যাচ্ছে ততই মানুষ থেকে অমানুষে পরিণত হচ্ছে সূর্য।

যারা নিয়মিত সিরিয়ালটি দেখছেন তারা জানেন অ্যাকসিডেন্ট হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে রুপা। অবশ্য আসলে অ্যাকসিডেন্ট হয়, পুরোটাই মিশকার প্ল্যান। দীপার এই চরম বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে অর্জুন। সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য। তবে এটা আবার কিছুতেই মেনে নিতে পারছে না সূর্য।

   

Anurager Chhowa Rupa Hospitalised

রুপার অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। অর্জুন দীপাকে রুপাকে সুস্থ করে তোলার আশ্বাস দিলেও সেটা সূর্যের মনঃপুত হচ্ছে না। সে চায় মেয়েকে অন্য হসপিটালে শিফট করতে। কিন্তু দীপা সেটা কিছুতেই মেনে নেবে না।

 আরও পড়ুনঃ একসপ্তাহও টিকল না পর্ণার খুশি! জ্যাস না ফুলকি বাজিমাত করল কে? TRP তালিকা দেখে হতবাক নেটপাড়া

আসলে অর্জুনের প্রতি দীপার একটা ভরসা তৈরি হয়েছে। ডাক্তারবাবুকে নয় বরং অর্জুনকেই এখন সবচেয়ে বেশি বিশ্বাস করে দীপা। তাই তাঁর ধারণা রুপার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। তাকে আলাদা করে সূর্যের পছন্দের হাসপাতালে পাঠানো নিষ্প্রয়োজন।

আরও পড়ুনঃ অমানুষ ছিল, তাই থাকবে! পরাগ পালালেও সতীনকে বাঁচতে ঝাঁপিয়ে পড়ল শিমুল, ভাইরাল তোলপাড় করা পর্ব

নিজেদের মতের অমিলের জেরে হাসপাতালেই তুমুল অশান্তির শুরু হয়। কথা কাটাকাটি যখন চরমে ওঠে তখন সূর্য বলে ওঠে, ‘তাদের মেয়ে মরতে বসেছে আর দীপা প্রেমের জয় গান গাইছে’। একথা শুনে নিজেকে সামলাতে না পেরে সূর্যকে চড় মারার জন্য হাত তোলে দীপা। তবে দীপার হাত ধরে ফেলে সূর্য।