• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার খসবে রূপের মুখোশ! ময়ূরীকে ছেড়ে মেঘে কাছে নীল, টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আসন্ন পর্ব

Published on:

Zee Bangla Icche Putul Special Four days new promo on air

টিআরপি তালিকায় এবার নাম্বার বাড়বে হুড়মুড়িয়ে। স্টার জলসাকে টেক্কা দিতে পর পর চারদিনের দুর্ধর্ষ পর্ব নিয়ে হাজির হচ্ছে জি বাংলা (Zee Bangla)। টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিতঅত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হয়ে উঠেছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়াকে’ রীতিমতো টক্কর দিচ্ছে মেঘ-নীল (Megh-Neel) আর ময়ূরীর এই ত্রিকোণ প্রেমের গল্প।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই লম্পট রূপের (Rup) সাথে বিয়ে হয়েছে নীলের বোন গিনির (Gini)। বিয়ের পরে আসতে আসতে খসে পড়ছে রূপের আসল চেহারা।  ইতিমধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠানে আকন্ঠ মদ্যপান করে সবার সামনে গিনিকে যাচ্ছেতাই ভাবে  অপমান করেছিল রূপ। এবার আগামী পর্বের দেখা যাবে নিজের ভুলের জন্য গিনির কাছে ক্ষমা চাইতে গিয়েছে রূপ।

Ichheputul to Khelna Bari new promo on air

আর তারপরেই ফুলশয্যার রাতে আবার মদ্যপান করে এসে রূপ গিনিকে বলবে সে ড্যাডের কথায় বাধ্য হয়ে বিয়ে করেছিল তাকে। এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে ইচ্ছেপুতুলের দুর্ধর্ষ পর্বের এক নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে হাত পা বাঁধা অবস্থায় গিনি একটা বন্ধ ঘরে পড়ে রয়েছে। আর তখন সেখানে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে মেঘ। এরপর দেখা যায় মেঘ ফোন করে ময়ূরীর সাথে আশীর্বাদ ফেলে রেখে ছুটতে ছুটতে রূপের বাড়ি এসে পৌঁছেছে নীল।

আরও পড়ুনঃ একেবারে বেহায়া! সূর্য-দীপার বিয়ের দিনে নতুন ফন্দি মিশকার, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

তারপরেই দেখা যায় মেঘ নীলকে বলছে ‘মেঘ যে মিথ্যা কথা বলেনি সেটা আবার আজকে প্রমাণ হয়ে যাবে। প্রমোর কভার ছবিতেই দেখা যাচ্ছে মারধর করা হয়েছে গিনিকে, মুখ ফেটে রক্ত বেরোচ্ছে গিনির। এরপরই দেখা যাচ্ছে ‘খেলনা বাড়ি’র (Khelna Bari) আরো একটি দুর্ধর্ষ পর্বের প্রমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে মিতুলের জামাই সঞ্চয়ন আরো একটা নতুন বিয়ে করছে।

আরও পড়ুনঃ মা হচ্ছে জগদ্ধাত্রী! এতদিনে অ্যাকশন ছেড়ে রোম্যান্স, সুখবর পেতেই উচ্ছসিত দর্শকেরা

Ichheputul to Khelna Bari new promo on air

আর কাঁদতে কাঁদতে মিতুল  গিয়ে ইন্দ্রকে বলছে নতুন নতুন বিয়ে করার জন্যই সঞ্চায়ন ওর বউদের মারতে চায়।আজ ওর বিয়ের শেষ দিন। তারপরেই দেখা যখন সঞ্চয়ন আরও একটা মেয়েকে বিয়ে করতে যাবে তখন সেখানে গিয়ে উপস্থিত হবে ইন্দ্র-মিতুল। এরপরেই দেখা যাচ্ছে ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) এর নতুন প্রোমো।

ব্যানার্জি টেক্সটাইলের চেয়ারে বসে থাকা মালিনী হঠাৎ করেই সেখানে হাজির তিতিরকে দেখে চমকে যায়। আর তার কাছে জানতে চায় ‘তুমি এখানে?’ তখন তিতির বলে ‘আপনার ষড়যন্ত্র পন্ড করতে, আমার মত যন্ত্র পিস তো  দরকার সাসুমা।’ তখন  পিছন থেকে সোমরাজ এসে বলবে ‘তিতির আজ থেকে ব্যানার্জি টেক্সটাইলের নতুন ডিজাইনার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥