• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে বেহায়া! সূর্য-দীপার বিয়ের দিনে নতুন ফন্দি মিশকার, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের মিশকা কিছুতেই শুধরনোর নাম নিচ্ছে না। সূর্য-দীপাকে আলাদা করার জন্য একের পর এক চক্রান্ত কষে যাচ্ছে সে। কিছুদিন আগেই সে দাবি করেছিল, তার গর্ভে সূর্যর সন্তান আছে। শুধু তাই নয়, সূর্য তাঁর সঙ্গে বেশ কয়েকবার ঘনিষ্ঠ হয়েছিল সেকথাও বলে সে। শেষমেষ বুদ্ধি খাটিয়ে লাইভ করে মিশকার পর্দাফাঁস করে দীপা।

সূর্য-দীপার ডিভোর্স হয়ে যাচ্ছে শুনে নিজে মুখেই যাবতীয় কুকর্মের কথা স্বীকার করে নেয় মিশকা। কিন্তু সে জানতো না তাদের সেই কথোপকথন লাইভ হচ্ছে। মিশকার (Mishka) আসল রূপ দেখার পর মহিলা সমিতির লোকেরা তাকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সময় তাকে শেষ সুযোগ দেওয়ার কথা বলে দীপা (Deepa)। গর্ভবতী অবস্থায় মিশকাকে জেলে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সে। আর সেই সুযোগ পেয়েই সূর্য-দীপার জীবনে নতুন ঝড় তোলার ফন্দি আঁটে মিশকা।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa exposes Mishka

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, সূর্য (Surjya)-দীপা এক হওয়ার খুশিতে জলসা পরিবারের সকলকে আমন্ত্রণ জানায় সেনগুপ্ত বাড়ির সদস্যরা। নাচ, গান, হইহুল্লোড়ের মাধ্যমে সূর্য-দীপার এক হওয়াকে উদযাপন করে তারা। শুধু তাই নয়, ফের একবার সূর্য-দীপার বিয়ে (Marriage) দেবে বলে ঠিক করে প্রত্যেকে। যেমন কথা তেমন কাজ! সূর্যকে বরের বেশে তৈরি করে প্রবীর, অপরদিকে দীপাকে সাজিয়ে দেয় লাবণ্য।

আরও পড়ুনঃ মা হচ্ছে জগদ্ধাত্রী! এতদিনে অ্যাকশন ছেড়ে রোম্যান্স, সুখবর পেতেই উচ্ছসিত দর্শকেরা

ফের নতুন করে শুভদৃষ্টি হয় সূর্য-দীপার। তবে সেনগুপ্ত পরিবারের এই খুশি কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কারণ ফের নতুন ঝড় বয়ে নিয়ে আসছে মিশকা। দীপার প্ল্যানে ধরা পড়ে যাওয়ার পর এবার সোজা সূর্যর স্যারের কাছে গিয়ে উপস্থিত হয়েছে সে। মিশকা বলে, তার গর্ভে থাকা সন্তানকে সূর্য যদি বাবার স্বীকৃতি না দেয়, তাহলে তার কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

আরও পড়ুনঃ ময়ূরী চরিত্রে গা জ্বালানো অভিনয়, দর্শকদের গালমন্দ কিভাবে নেন? নিজেই জানালেন শ্বেতা

Anurager Chhowa, Anurager Chhowa Mishka

 

মিশকার এই মিথ্যে নাটক দেখে মন গলে যায় সূর্যর স্যারের। তিনি সাহায্য করতে রাজি হয় যান। এরপর মিশকা সূর্যকে ডিএনএ টেস্টের জন্য রাজি  করানোর বিষয়টা স্যারকে বলে। আর সেই উদ্দেশ্য সফল করতেই স্যারকে নিয়ে সেনগুপ্ত বাড়ির দিকে রওনা দেয় সে। বোঝাই যাচ্ছে, সূর্য-দীপার বিয়েটা পণ্ড করতে কোনও ত্রুটি রাখতে চাইছে না মিশকা।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa marriage

অপরদিকে ডিএনএ টেস্ট করালে প্রমাণিত হয়ে যাবে মিশকার গর্ভে থাকা সন্তান আসলে সূর্যরই। কারণ সে ল্যাব থেকে সূর্যর বীর্য চুরি করে অবৈধভাবে গর্ভবতী হয়েছিল। তাহলে কি ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে ফের ভুল বোঝাবুঝি হবে সূর্য-দীপার মধ্যে? আলাদা হয়ে যাবে দু’জনের পথ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।