• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছে জগদ্ধাত্রী! এতদিনে অ্যাকশন ছেড়ে রোম্যান্স, সুখবর পেতেই উচ্ছসিত দর্শকেরা

Published on:

Jagadhatri going to be mother soon Upcoming track revealed

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে দু’হাতে দশ দশভূজা হলেন ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালের নায়িকা জ্যাস সান্যাল। একদিকে পুলিশ অফিসার হিসাবে বাইরে সে সমস্ত অপরাধীদের কড়া হাতে শাস্তি দেয়। অন্যদিকে বাড়িতে জগদ্ধাত্রী রূপে একেবারে ঘরোয়া মেয়েদের মতোই স্বামী সংসার সামলায়। তাই ভিন্ন স্বাদের এই সিরিয়ালে জগদ্ধাত্রীর এই রূপ দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা।

পর্দার জগদ্ধাত্রী ইতিমধ্যেই হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভুর সাথে তাঁর জুটিটাকেও বেশ পছন্দ করেন সিরিয়াল প্রেমীরা।  ধারাবাহিকে একের পর এক জটিল রহস্য সমাধান করে চলেছে জগদ্ধাত্রী। তার চেষ্টাতেই একটু একটু করে মুখার্জি বাড়িতেও জায়গা করে নিচ্ছে স্বয়ম্ভু। তাই বাড়ির সম্পত্তিতেও স্বয়ম্ভু ভাগ বসাবে ভেবে বাড়িতে তুলকালাম কান্ড শুরু করে দিয়েছে উৎসব মেহেন্দি আর বৈদেহী মুখার্জি।

Jagadhatri serial upcoming pregnancy track

গোটপর্বেই দেখা গিয়েছে সংসারে আগুন ধরাতে মেহেন্দি পরিবারের সকলের সামনে চিৎকার করে জানিয়েছে তার স্বামী উৎসবের সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল জগদ্ধাত্রীর। উৎসব জগদ্ধাত্রীকে প্রত্যাখ্যান করেছিল বলেই নাকি সে তার থেকে  প্রতিশোধ নিতে যা খুশি তাই করে চলেছে।

আরও পড়ুনঃ ময়ূরী চরিত্রে গা জ্বালানো অভিনয়, দর্শকদের গালমন্দ কিভাবে নেন? নিজেই জানালেন শ্বেতা

মেহেন্দি এইভাবে জগদ্ধাত্রীর চরিত্রের দিকে আঙুল তোলায় তখন জগদ্ধাত্রীর পাশে এসে তাকে সাহস যোগায় স্বয়ম্ভু। তখন জগদ্ধাত্রীও চড় থাপ্পড় মেরে উৎসবকে শায়েস্তা করে দেয়। তবে বাড়িতে পরিবারের এই অশান্তি আর বাইরে একের পর এক অপরাধ দমনে পারদর্শী জগদ্ধাত্রীও এদিন কান্নায় ভেঙে পড়েছিল।

আরও পড়ুনঃ সমস্ত শয়তানি ফাঁস, এবার জেলে যাবে মিশকা! দীপার বুদ্ধি দেখে সাবাশ বলছে দর্শকেরা

Jagadhatri serial upcoming pregnancy track

তখন তার জগদ্ধাত্রীকে সামলে নেয় স্বয়ম্ভু। এদিন তখনই তাঁদের মধ্যে একটি মিষ্টি রোমান্টিক দৃষ্টি দেখা গিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর জীবনে আসতে চলেছে আর একজন নতুন সদস্য। আগামী পর্বে দেখা যাবে রোম্যান্সের মুডে থাকা স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কাছে আবদার করবে এবার তাদের সন্তানপৃথিবীতে নিয়ে আসার জন্য।

তখন জগদ্ধাত্রীও স্বম্ভুর  কথা শুনে তাকে মানা করতে পারবে না। তাই আপাতত সিরিয়ালের এমন নতুন ট্র্যাক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥