জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে মেঘ-আর নীল ফের কাছাকাছি আসতে শুরু করেছে। অতীতের যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে তাদের মধ্যে। বলা ভালো, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। এসবের মাঝেই আবার মেঘের (Megh) বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে অনিন্দ্য আর মধুমিতা। নীলের বাড়িতেও শুরু হয়েছে তার অন্যত্র বিয়ে দেওয়ার তোরজোড়।
ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, মেঘ-নীলের কথা হয় কিনা, মেঘের মনে এখনও নীলের জন্য ভালোবাসা আছে কিনা এসব নিয়ে বেশ চিন্তিত ময়ূরী (Mayuri)। কথায় কথায় মেঘের মনে কী চলছে সেটা জানার চেষ্টা করে সে। সাম্প্রতিক পর্বে যেমন দেখানো গিয়েছে, ময়ূরী বলছে, মেঘ এখন অত্যন্ত বড় একজন শিল্পী। তাই নীল (Neel) এখন মেঘের সুনাম, যশ, খ্যাতির অংশ হতে চাইবে।
দিদির মুখে একথা শুনে প্রতিবাদ করে মেঘ। সে বলে, নীলের অনেক দোষ থাকলেও, তার টাকার প্রতি কোনও লোভ নেই। মেঘের জবাব শোনা মাত্রই ময়ূরী পাল্টা জিজ্ঞেস করে, মেঘের কেন নীলের হয়ে কথা বলছে? তাহলে কি এখনও তার নীলের প্রতি দুর্বলতা আছে?
আরও পড়ুনঃ শিমুলকে বাঁচাতে যাওয়াই কাল হল! এবার জেলে যাবে শতদ্রু, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব
এদিকে আবার মেঘ-নীলের মিল করানোর জন্য উঠেপড়ে লেগেছে নীলের ঠাম্মি। ইতিমধ্যেই দুই বাড়ির লোকেদের সঙ্গে মিলে একটি প্ল্যানও করে ফেলেছেন তিনি। তাদের এই প্ল্যান সফল করতে সামনে এসেছে মিনির প্রেমিক অজয়। মেঘের জন্য ঠিক করা পাত্রের চরিত্রে তাকে অভিনয় করতে বলা হয়েছে।
মেঘ যেন কিছুতেই জানতে না পারে নীলের সঙ্গে তার বিয়ের তোরজোড় চলছে। তাই অজয়কে মেঘের বাগদত্তার চরিত্রে অভিনয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সবকিছু শোনার পর রাজি হয়ে যায় অজয়। এদিকে বাবার কথা ফেলতে না পেরে দ্বিতীয় বিয়েতে মত দেয় মেঘও।
আরও পড়ুনঃ বিয়ের পরেই তোলপাড় হবে শ্যামলীর জীবন, ভিলেন রূপে ফিরল কিঞ্জল! টিভির আগেই ফাঁস ব্লকবাস্টার পর্ব
তবে দর্শকদের একাংশের অনুমান, প্ল্যান সফল হওয়ার আগেই হয়তো ময়ূরী এই বিষয়ে জেনে যাবে। এরপর ফের সে নীলের কান ভাঙানোর চেষ্টা করবে। তবে এবার ময়ূরীর কথায় না ফেঁসে হয়তো তার গালে সপাটে একটা থাপ্পড় মারবে নীল। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?