• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খসেছে ময়ূরীর মুখোশ, নীল না জিষ্ণু কাকে বেছে নেবে মেঘ? টিভির আগে ফাঁস ‘ইচ্ছে পুতুল’র নতুন টুইস্ট

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Megh misunderstands Jishnu for Neel

বর্তমানে জি বাংলার (Zee Bangla) সর্বোচ্চ চর্চিত ধারাবাহিকের মধ্যে অন্যতম ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। একই মায়ের সন্তান হয়েও মায়ের কাছে অবহেলিত মেঘ (Megh), আর ময়ূরী চোখের মণি। শুরু থেকেই দেখা গেছে মেঘের সব কিছুই কেড়ে নিতে চায় সে। এমনকি বিয়ের পর ছলেবলে কৌশলে মেঘ ও নীলের সম্পকে বিচ্ছেদ ঘটিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে নীলের সাথে।

যারা ‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শক তাঁরা জানেন ইতিমধ্যেই ময়ূরীর মুখোশ খুলে গিয়েছে। সব জেনেও রূপের সম্পকে মিথ্যে বলে গিনির সর্বনাশ করেছে ময়ূরী। এতদিনে সব সত্যি ফাঁস হতেই বাড়ির লোক বুঝেছে মেঘ ভুল নয়, মেঘ কোনোদিন কারোর ক্ষতি চাইনি। এমনকি নীলের মা পর্যন্ত অবিশ্বাসের নজরে দেখতে শুরু করেছে ময়ূরীকে।

Zee Bangla Bengali serial Icche Putul latest promo is out now

নীল বুঝতে পেরেছে ময়ূরীকে বিশ্বাস করে মস্ত ভুল করে ফেলেছে সে। যদিও ময়ূরীও ছাড়বার পাত্রী নয়, নীলকে পেতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে সে। এমনকি বিয়ের আগেই নিজেকে বিলিয়ে দিয়েছে নীলের কাছে, সে কথা নিজেই মাকে বলেছে। যা শুনে রীতিমত চমকে উঠেছিল ময়ূরীর মা নিজেও।

আরও পড়ুনঃ কুলাঙ্গার ছেলেদের থেকে শিমুলকে বাঁচাতে রুখে দাঁড়াবে মধুবালা! ফাঁস ‘ধুনুচি নাচের’ ব্লকবাস্টার পর্ব

এদিকে নীলের অবহেলার সময় মেঘের পাশে দাঁড়ায় জিষ্ণু। গুরুজীর কাছে গানের সূত্রেই পরিচয় এরপর ধীরে ধীরে মেঘের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সে। এমনকি দর্শকরাও চাইছে নীলকে ছেড়ে জিষ্ণুর সাথে নতুন করে জীবনটা বাঁচা শুরু করুক মেঘ। যদিও জিষ্ণুকে এখনও ভালো বন্ধুর চোখেই দেখছে মেঘ।

আরও পড়ুনঃ দীপা-মিশকার সর্বনাশ বৌমার পৌষমাস, অনুরাগের ছোঁয়ার সূর্যর সাথে বাস্তবেই প্রেম করছেন এই অভিনেত্রী!

Icche Putul, Icche Putul Megh and Jishnu

ডিভোর্স হওয়ার আগে থেকেই মেঘেকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছিল নীল। এবার ভুল বোঝাবুঝি মিটতেই আবারও সে চাইবে মেঘকে বিয়ে করে নিজের করে নিতে। কারণ মেঘ-জিষ্ণুর সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছে না সে। এখন এটাই দেখার যে আগামী দিনে কাকে বিয়ে করে মেঘ।

প্রসঙ্গত, মেঘের সাহসের কারণেই নিজের রূপ ও শালিনীর হাত থেকে পালিয়ে বাড়িতে ফিরতে পেরেছে গিনি। তাঁর ক্ষতবিক্ষত চেহারা দেখে বাকিদের বুঝতে বাকি থাকে নি কি হয়েছে। এরপরেই রূপ ও শালিনীকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করেছে বাড়ির সকলে। কিন্তু এতকিছুর পরেও ড্যামেজ কন্ট্রোলের জন্য নীলের বাড়ি হাজির ময়ূরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥