• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপা-মিশকার সর্বনাশ বৌমার পৌষমাস, অনুরাগের ছোঁয়ার সূর্যর সাথে বাস্তবেই প্রেম করছেন এই অভিনেত্রী!

Published on:

Anurager Chhowa Soumily Chakraborty opens up about her relation with Dibyojyoti Dutta

তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলছে দীপা-মিশকার মধ্যে। সূর্যর (Surjya) বৌ হওয়ার জন্য অবৈধভাবে গর্ভবতী পর্যন্ত হয়ে গিয়েছে মিশকা। কিন্তু তা সত্ত্বেও সূর্য কিনা মন দিল ঊর্মিকে! না এই গল্প অনস্ক্রিনের নয়, বরং অফস্ক্রিনের। টেলিপাড়ায় কান পাতলেই এখন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং সৌমিলি চক্রবর্তীর (Soumily Chakraborty) প্রেমের খবর শোনা যাচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজে।

‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) ‘সূর্য’ দিব্যজ্যোতির ভাইয়ের বউয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সৌমিলিকে। তবে অনস্ক্রিনে তাঁদের সম্পর্ক যাই হোক না কেন, দিব্যজ্যোতি-সৌমিলির অফস্ক্রিন রসায়ন নিয়ে এখন ব্যাপক চর্চা হচ্ছে নেটপাড়ায়। পর্দায় ভাসুরকেই নাকি মন দিয়েছেন ঊর্মি (Urmi), শোনা যাচ্ছে এই খবর। এবার যাবতীয় জল্পনার অবসান ঘটালেন সৌমিলি নিজে।

Dibyojyoti Dutta and Soumily Chakraborty

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর সঙ্গে। দিব্যজ্যোতির সঙ্গে সম্পর্কটা কি নেহাত বন্ধুত্বের না আরও বেশি কিছু? জিজ্ঞেস করা হয় সৌমিলিকে। জবাবে হাসি মুখে তিনি বলেন, ‘আলাদা করে এটা নিয়ে কী বলবো। কিছু জিনিস আলাদা করা থাক’।

আরও পড়ুনঃ শ্রাবণের জীবনে নতুন বিপদ! ‘লাভ বিয়ে আজকাল’এ ফিরল এক্স প্রেমিক, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

তাহলে কি দিব্যজ্যোতি-সৌমিলির সম্পর্ক নেহাত বন্ধুত্বের? মুচকি হেসে পর্দার ঊর্মি বলেন, ‘সবকিছুর শুরুটা তো ভালো বন্ধুত্ব দিয়েই হয়। আপাতত আমরা দু’জন ভালো বন্ধু, আমি এটুকুই বলবো। আমি এখনও সিঙ্গলই আছি’।

আরও পড়ুনঃ ‘দুমাসে সিরিয়াল শেষ হোক চাই না’, ছোটপর্দায় কামব্যাক নিয়ে বিস্ফোরক ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদার

Soumily Chakraborty on her relationship with Dibyojyoti Dutta

সৌমিলি নিজেকে ‘সিঙ্গল’ তকমা দিলেও দিব্যজ্যোতি সঙ্গে তাঁর কেমিস্ট্রি উপেক্ষা করতে পারছে না ভক্তরা। আগামী দিনে এই বন্ধুত্বের সম্পর্কে কি ‘অনুরাগের ছোঁয়া’ লাগতে পারে? জবাবে স্রেফ হাসেন  এই সুন্দরী টেলি অভিনেত্রী।

গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় সৌমিলির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন দিব্যজ্যোতি। কখনও নিজেদের জুটির নাম দিয়েছেন ‘সূর্মি’, কখনও আবার স্রেফ লিখেছেন, ‘ভাইয়ের বউয়ের সঙ্গে’। সেই ছবিতে অনেকে আবার কমেন্ট করেছেন, আর কতদিন সত্যিটা লুকোবে! ভাইয়ের বউ না লিখে এবার ‘হবু বউ’ লিখে দিলেই তো হয়!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥