• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুলাঙ্গার ছেলেদের থেকে শিমুলকে বাঁচাতে রুখে দাঁড়াবে মধুবালা! ফাঁস ‘ধুনুচি নাচের’ ব্লকবাস্টার পর্ব

Published on:

Zee Bangla Kar Kache Koi Moner Kotha Madhubala will protect Shimul from her sons

শুরু থেকেই আলোচনায় রয়েছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়াল। টিআরপি তালিকাতেও প্রথম পাঁচেই দেখা যাচ্ছে ধারাবাহিকটিকে। বাড়ির বউ শিমুলের (Shimul) ওপর অকথ্য অত্যাচার করছে স্বামী। শুরুতে শ্বাশুড়িও ছেলের দলে থাকলেও বর্তমানে মন গলেছে তাঁর। দজ্জাল শ্বাশুড়ি মধুবালাও এখন শিমুলের পক্ষেই। বরং কিভাবে নিজের দুই অমানুষ ছেলেদের মানুষ করা যায় সেই চেষ্টাই করছে তাঁরা।

গল্পে শিমুলের চরিত্রে অভিনয় করছেন মানালি দে। অন্যদিকে পরাগ (Parag) চরিত্রে দ্রোণ মুখোপাধ্যায় আর শ্বাশুড়ি মধুবালার চরিত্রে আছেন রীতা দত্ত চক্রবর্তী। যারা নিয়মিত সিরিয়ালটি দেখেন তারা জানেন বর্তমানে দুর্গাপুজোর ট্র্যাক চলছে। পাড়ার মহিলরা মিলে পুজোর আয়োজন করেছে। যাঁর প্রেসিডেন্ট শিমুলের শ্বাশুড়ি।

Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

পুজোর মণ্ডপের সমস্ত আয়োজন ঠাকুর আনা থেকে পুজোতে সকলে মিলে বেশ আনন্দের সাথেই সময় কাটাচ্ছে। কিন্তু শিমুলের এই ভালো মোটেই মেনে নিতে পারছে না স্বামী পরাগ। এদিকে ভাই পলাশ ও তার প্রেমিকা পরাগের কানে আরও বেশি করে বিষ ঢেলেই চলেছে শিমুলের নাম। তবে বৌমাকে বাঁচাতে ঢালের মত তৈরী শ্বাশুড়ি মধুবালাও।

আরও পড়ুনঃ কূটকচালি ভিড়ে বেমানান সাহিত্য? TRP না পেয়ে ৮ মাসেই শেষ মানিক-কমলার গল্প, কি বললেন তারকারা?

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag Palash give poison to Shimul

আজকের পর্বে পুজোর মাঝেই আয়োজিত হবে ধুনুচি নাচের প্রতিযোগিতা। যেখানে সবার অনুরোধে শিমুল তো বটেই মধুবালাও ধুনুচি নাচ করে দেখাবে। এরপর বিজেতা হিসাবে ঘোষণা হবে শিমুলের নাম। যেখানে জীবনের সমস্ত সখ আল্হাদ ভুলতে বসেছিলেন সেখানে এমন অনুভূতি পেয়ে অভিভূত মধুবালা।

আরও পড়ুনঃ দীপা-মিশকার সর্বনাশ বৌমার পৌষমাস, অনুরাগের ছোঁয়ার সূর্যর সাথে বাস্তবেই প্রেম করছেন এই অভিনেত্রী!

কিন্তু মা বৌয়ের এই খুশি দেখে একেবারে গা জ্বলে যাচ্ছে পরাগের। মনে মনে সে প্ল্যান করছে কিভাবে শিমুলকে কিভাবে চিরকালের মত শেষ করে দেওয়া যায়। হয়তো আগামী দিনে সত্যিই শিমুলকে মেরে ফেলার প্লানিং করবে পরাগ। তবে সেটা আদৌ হবে কি  না তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায় আর ফলো করতে হবে বংট্রেন্ডের পেজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥