• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীলের সাথে সম্পর্ক নেই, ফ্রীতে গাইতে পারব না সাফ জানাল মেঘ, আগাম পর্ব দেখে সাবাশ বলছে দর্শকেরা

Published on:

Zee Bangla Icche Putul Megh rejects Neel's locality fuction

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় এমন বেশ কিছু ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে যেগুলি থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে গিয়েছে। এমনই একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul). মুখ্য করিতে অভিনয় করছেন তিতিক্ষা দাস, মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র। সিরিয়ালপ্রেমী দর্শকদেৱ কাছে তাদের পরিচিতি অবশ্য মেঘ, নীল (Megh-Neel), ময়ূরী (Mayuri) নামেই বেশি। এখন সপ্তাহে ৭ দিন সম্প্রচারিত হওয়ায় এই সিরিয়ালের টিআরপিও (TRP) প্রত্যেক সপ্তাহে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই ময়ূরী এবং রূপের আসল চেহারা গাঙ্গুলী বাড়ির সবার সামনে ফাঁস হয়ে গিয়েছে। দুশ্চরিত্র রূপের হাত থেকে গিনিকে বাঁচিয়ে এনে রাতারাতি গাঙ্গুলী বাড়ির সবার চোখে ভালো হয়ে গিয়েছে মেঘ। মীনাক্ষী থেকে শুরু করে গিনি, সকলে এখন চাইছে আবার নীলের সঙ্গে নতুন করে সংসার পাতুক মেঘ। ডিভোর্স আটকানোর জন্য মরিয়া হয়ে উঠেছে নীল নিজেও। তবে এবার বেঁকে বসেছে মেঘ।

Zee Bangla Icche Putul Neem disagree to appear in court for Mutual Divorce with Megh

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মেঘ স্পষ্ট জানিয়ে দিয়েছে তার ডিভোর্স চাই। মিউচুয়ালি সেই ডিভোর্স না দিলে নীলকে আদালত অবধি নিয়ে যাওয়ার কথাও বলে সে। সেকথা শোনার পর, ফের ইগোয় চোট লাগে নীলের। স্বামীকে মুখের ওপর কথা শোনানোর পর এবার শ্বশুরবাড়ির পাড়ার অনুষ্ঠান আয়োজকদের উপযুক্ত জবাব দিয়ে মুখ বন্ধ করে দেবে মেঘ।

আরও পড়ুনঃ পরাগের সাথে ডিভোর্স, শ্বাশুড়িই দেবে শিমুল-শতদ্রুর বিয়ে! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Icche Putul megh family

আরও পড়ুনঃ দারুণ সুখবর, ৮ বছর পর পর্দায় ফিরছে ‘ইষ্টি কুটুম’ জুটি! এই সিরিয়ালে দেখা যাবে ঋষি-অঙ্কিতাকে

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ভালো গান করার সুবাদে এখন দারুণ জনপ্রিয় মেঘ। তবে সে এক নয়, তার সঙ্গে গান গে জিষ্ণুও। দু’জনের জুটি শ্রোতাদের ভীষণ পছন্দের। তবে নীলের আবার বিষয়টি একেবারেই সহ্য নয়। গত পর্বে দেখা যায়, পাড়ার পুজো উপলক্ষে নীলকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা বলে তার পাড়ার ছেলেরা।

সেই অনুষ্ঠানে অষ্টমীর দিন মেঘকে গান করার অনুরোধ করে তারা। তবে নীল তাদের মেঘের সঙ্গে সরাসরি যেগাযোগ করে নেওয়ার কথা বলে। যদিও সে মনে মনে ভীষণ রকম চায়, মেঘ পাড়ার অনুষ্ঠানে গান গাইতে আসুক। অন্যদিকে দেখা যায়, নীলের কথা মতো তার পাড়ার ছেলেরা মেঘের সঙ্গে কথা বলতে তার বাড়িতে হাজির হয়।

অনুষ্ঠানের কথা শোনামাত্রই সে বলে, আপনি জানেন আমি গান গাইতে কত টাকা পারিশ্রমিক নিই? টাকার কথা শুনে তারা বলে, তুমি তো পাড়ার বৌ, তুমি আমাদের থেকে পারিশ্রমিক নেবে? সেকথা শুনে মেঘ সাফ বলে, আমি আর আপনাদের পাড়ার বৌ নেই. আর এমন সম্পর্কের দোহাই দিলে তো পেশাটাই আর থাকবে না। নীলের পর তার পাড়ার ছেলেদের যেভাবে উপযুক্ত জবাব দিয়েছে মেঘ, তা দেখে খুশি হয়ে গিয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥