• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দারুণ সুখবর, ৮ বছর পর পর্দায় ফিরছে ‘ইষ্টি কুটুম’ জুটি! এই সিরিয়ালে দেখা যাবে ঋষি-অঙ্কিতাকে

Updated on:

Archi Moon AKA Rishi Kaushik and Ankita Chakraborty in a new serial after Ishti Kutum

বাংলা টেলিভিশনের ইতিহাসের আইকনিক সিরিয়ালগুলির মধ্যে একটি হল ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum)। অর্চি, বাহা, মুনের গল্প আজও ভুলতে পারেনি দর্শকরা। সিরিয়াল শেষ হয়েছে প্রায় ৮ বছর হয়ে গেলেও মাঝেমধ্যেই তাদের কথা মনে পড়ে সিরিয়ালপ্রেমী দর্শকদের। এবার তাঁদের জন্যই চলে একটি দারুণ খবর।

‘ইষ্টি কুটুম’ শেষ হওয়ার এত বছর পর ফের নতুন সিরিয়াল নিয়ে আসছেন পর্দার অর্চি এবং মুন তথা অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই খবর। আর তা শোনার পরেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন অর্চি-মুনের (Archi Moon) ভক্তরা। কোন সিরিয়ালে দেখা যাবে? কবে থেকে শুরু হবে সেই ধারাবাহিক? তাঁদের মনে উঁকি দিয়েছে এমন একাধিক প্রশ্ন।

Rishi Kaushik Ankita Chakraborty new serial after Ishti Kutum

‘ইষ্টি কুটুম’ শেষের প্রায় ৮ বছর পর ফের লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) এক ধারাবাহিকেই একসঙ্গে দেখা যাবে অর্চি-মুনকে। তবে তাঁদের নতুন সিরিয়াল (Serial) বাংলায় নয়, বরং হিন্দিতে। শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন মেগা ‘ঝনক’ (Jhanak) সেখানেই দেখা যাবে ঋষি-অঙ্কিতাকে।

আরও পড়ুনঃ ‘কন্ট্রোলে রাখবে’! বিয়ের আগেই সন্দীপ্তার স্বামীকে সাবধান করলেন সৌরভ, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘ঝনক’র প্রোমো। লীনা গাঙ্গুলীর আসন্ন এই সিরিয়ালে মুম্বইয়ের একাধিক জনপ্রিয় কলাকুশলীর পাশাপাশি বাংলা থেকেও একাধিক অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে। নায়কের ভূমিকায় থাকবেন ক্রুশল আহুজা এবং খলনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষি কৌশিককে।

আরও পড়ুনঃ কোনো অনুশোচনা নেই! ডিভোর্স নয় মেঘকে বাড়ি ফেরানোর জেদে অনড় নীল, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Rishi Kaushik Ankita Chakraborty new serial after Ishti Kutum

অনেক বছর পর ফের ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋষিকে। আর এই ‘ঝনক’ সিরিয়ালেই বিশেষ ভাবে সক্ষম একটি চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। ‘ইষ্টি কুটুম’র পর ফের একবার এক সিরিয়ালে দেখা যাবে ঋষি এবং অঙ্কিতাকে। তবে লীনার এই সিরিয়ালে তাঁদের জুটি হিসেবে দেখা যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

প্রসঙ্গত, ‘ঝনক’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ক্রুশল আহুজা এবং হিবা নবাব। সিরিয়ালের প্রোমো দেখে দর্শকদের বেশ ভালোলেগেছে। আগামী ২০ নভেম্বর থেকে রাত ১০:৩০টায় শুরু হতে চলেছে এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥