• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরাগের সাথে ডিভোর্স, শ্বাশুড়িই দেবে শিমুল-শতদ্রুর বিয়ে! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Shimul and Shatadru to get married in Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha

শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। ‘মা ছেলের ফুলশয্যা’ থেকে বৈবাহিক ধর্ষণের মতো বিষয় দেখিয়ে প্রথমে দর্শকদের রোষের মুখে পড়লেও এখন আস্তে আস্তে সকলের মনে স্থান করে নিয়েছে শিমুল, মধুবালারা। চলতি সপ্তাহে তো বেঙ্গল টপারও হয়েছে এই মেগা। এবার সেই স্থান ধরে রাখতে বিরাট টুইস্ট আসছে সিরিয়ালে (Bengali Serial)

‘কার কাছে কই মনের কথা’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শিমুলকে (Shimul) চিরতরে বিদায় করার জন্য বিজয়া দশমীর দিন তাকে বিষ খাইয়ে দেয় পরাগ (Parag), পলাশ (Palash), প্রতীক্ষা। বিষ মেশানো সিদ্ধি খেয়ে শিমুল এখন হাসপাতালে ভর্তি। গত পর্বে দেখানো হয়েছে, জ্ঞান ফিরেছে শিমুলের। অপরদিকে দোষীদের শাস্তি দিতে পুলিশের কাছে গিয়েছে বিপাশা-সুচরিতারা।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul decided to forgive Parag

শিমুলের বান্ধবীদের সন্দেহ, সিদ্ধিতে বিষ মিশিয়েছে পরাগ-পলাশই। থানায় গিয়ে সেকথা বলে বিপাশা। তবে শিমুল মধুবালাকে বলে, যতক্ষণ কেউ দোষী প্রমাণিত হচ্ছে না, ততক্ষণ তাকে সন্দেহ করা উচিত নয়। কিন্তু এখান থেকেই ঘুরে যেতে চলেছে গল্পের মোড়।

আরও পড়ুনঃ এবার শীতে বিয়ের পিঁড়িতে ‘মা’ সিরিয়ালের ঝিলিক! তিথির ছবি ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়

বিপাশার কথা শোনার পর পরাগ-পলাশের ওপর কিছুটা সন্দেহ হয় পুলিশ অফিসারের। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, মধুবালার (Madhubala) দুই কুলাঙ্গার ছেলেই যে শিমুলকে বিষ খাইয়েছিল তা ধরা পড়ে গিয়েছে। পরাগ তার প্রাণনাশের চেষ্টা করেছিল জানতে পারার পর, শিমুল এসে শাশুড়িকে জানিয়ে দেয়, সে আর তার ছেলের সঙ্গে সংসার করতে পারবে না।

আরও পড়ুনঃ দারুণ সুখবর, ৮ বছর পর পর্দায় ফিরছে ‘ইষ্টি কুটুম’ জুটি! এই সিরিয়ালে দেখা যাবে ঋষি-অঙ্কিতাকে

Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

ছেলের কুকীর্তির কথা জেনে যাওয়ার পর মধুবালাও আর শিমুলকে আটকাবে না। পরাগ এবং শিমুলের ডিভোর্স করিয়ে দেবেন তিনি। শুধু তাই নয়, শতদ্রুর (Shatadru) সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার জন্য শিমুলকে রাজিও করাবে তার শাশুড়ি মা। বৌমার সঙ্গে কথা বলার পর শতদ্রুর থেকেও এই বিষয়ে মতামত নেয় মধুবালা।

বর-কনে দু’জনেই রাজি হয়ে যাওয়ার পর নিজে দাঁড়িয়ে থেকে শিমুল-শতদ্রুর বিয়ে দেবেন মধুবালা। ‘কার কাছে কই মনের কথা’র আসন্ন ট্র্যাক নিয়ে এমনই নানান জল্পনা-কল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার দেখা যাক, সেই জল্পনা-কল্পনার সঙ্গে সিরিয়ালের আসল ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥