• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নটে গাছটি মুড়োলো! শেষ হল ইচ্ছে পুতুল, অন্তিম দিনের শুটিং শেষে আবেগে ভাসল সব তারকারা

Published on:

Zee Bangla Icche Putul Last Day Shooting actors get emotional video

জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত সিরিয়াল সম্প্রচারিত হয় তারমধ্যে অন্যতম একটি ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। দিদি ও বোনের এক অদ্ভুত হিংসের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই মেগা। যেটা পরবর্তীকালে একাধিক মোড় বদলে দুর্দান্ত পপুলার হয়েছে। টিআরপি তালিকায় খুব ভালো ফল না থাকলেও নেটপাড়ায় আলোচনায় রয়েছে ‘ইচ্ছে পুতুল’।

গতমাসে থেকেই শোনা যাচ্ছিলো শেষের পথে ইচ্ছে পুতুল। কারণ একদিকে যেমন টিআরপি কমেছে, তেমনি মেঘ ও নীলের মাঝের ভুল বোঝাবুঝি শেষ হয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসেছে দুজন। এরই মাঝে মুখোশ খুলেছে ময়ূরীর। তবে এবার সত্যি শেষ ইচ্ছে পুতুল। হয়ে গেল অন্তিম পর্বের শুটিংও।

Zee Bangla Bengalis serial Icche Putul Mayuri ruins Megh Neel wedding night

দুই বাড়ির লোকে মিলে প্ল্যান করেই ময়ূরীকে দূরে পাঠিয়ে বিয়ের সমস্ত আয়োজন করেছিল। কিন্তু শেষ অবধি সেটা ঠেকিয়ে রাখা যায়নি। ঠিক বিয়ের দিনেই আসল ঘটনা আঁচ করে মন্ডপে হাজির ময়ূরী। যদিও বিয়েটা আটকাতে পারেনি, তবে জেলে গিয়েও শিক্ষা হয়নি, দিদির ক্ষতি করে আজও মরিয়া সে।

আরও পড়ুনঃ পলাশের চক্রান্তে মৃত্যুর মুখের পরাগ, বন্ড পেপারে সই করে ফাঁসবে শিমুল! ফাঁস তুলকালাম পর্ব

তবে কথায় আছে সব ভালো যার শেষ ভালো, তাই তেমনটাই হয়েছে। একদিকে মেঘ-নীল যেমন আবারও সংসার পাতছে তেমনি নিজের পেপার শাস্তি পাচ্ছে ময়ূরী। কিন্তু শেষ মুহূর্ত অবধি মেঘের সংসার ভাঙার চেষ্টা করে যাবে সে। তাই শেষ দিনের চমক দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

Icche Putul Last Day Shooting Cake Cutting

একবছরেরও বেশি একসাথে কাজের দৌলতে গোটা টিম একটা ফ্যামিলিতে পরিণত হয়েছে। তাই অন্তিম দিনের শুটিংয়ে আবেগে ভেসেছেন সমস্ত কলাকূশলীরাই। শুটিং ফ্লোর থেকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে হাসি মুখেই কেক কেটেছেন সকলে। তবে মন যে ভারাক্রান্ত সেটা চোখে মুখে স্পষ্ট।

আরও পড়ুনঃ স্বয়ম্ভূ নয়, বাস্তবে এই ব্যক্তির প্রেমে হাবুডুবু খাচ্ছে জগদ্ধাত্রী! মুখ খুললেন অঙ্কিতা নিজে

ভিডিওতে দেখা যাচ্ছে মেঘ অভিনেত্রী তিতিক্ষা দাস, নীল অভিনেতা মৈনাক ব্যানার্জী ও ময়ূরী অভিনেত্রী শ্বেতা মিশ্র সকলেই নিজেদের জার্নি সম্পর্কে বেশ কিছু কথা শেয়ার করেছেন। দর্শকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥